কিছুদিন আগেই ভারতে পা রাখেন প্রিয়াঙ্কা চোপড়া। এসএস রাজামৌলির মহেশ বাবু অভিনীত 'এসএসএমবি ২৯' ছবির ঘোষণা করেন। সম্প্রতি তেলেঙ্গানার চিলকুর বালাজি মন্দির ছবি শেয়ার করলেন অভিনেত্রী। আর সঙ্গে ‘নতুন অধ্যায়’-এর ইঙ্গিতও করলেন।
বালাজি মন্দিরে প্রিয়াঙ্কা
মঙ্গলবার তাঁর ইনস্টাগ্রামে মন্দির সফরের একাধিক ছবি ও ভিডিয়ো শেয়ার করে নেন। হালকা নীল রঙের সালোয়ার স্যুটে প্রিয়াঙ্কাকে বেশ সুন্দর দেখাচ্ছিল, এবং দেখা যায় যে অভিনেত্রী ওড়নাটি মাথায় জড়িয়ে রেখেছিলেন। অন্য একটি ছবিতে তাঁকে মন্দির চত্বরে পুরোহিতের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। একটি ছোট ভিডিয়ো ক্লিপে তাঁকে তাঁর দলবল নিয়ে মন্দিরের ভিতরে হাঁটতে দেখা যায়।
ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘শ্রী বালাজির আশীর্বাদে এক নতুন অধ্যায় শুরু হল। আসুন আমরা সবাই আমাদের হৃদয়ে শান্তি এবং আমাদের চারপাশে সমৃদ্ধি এবং প্রাচুর্য খুঁজে পাই। ঈশ্বরের কৃপা অসীম।’
যদিও প্রিয়াঙ্কা এখনও নিশ্চিত করেননি যে, তিনি রাজামৌলি ছবির অংশ হচ্ছেন। তবে ভক্তদের বিশ্বাসযে তিনি শীঘ্রই এটি ঘোষণা করতে পারেন। অভিনেত্রী কিছুদিন আগে টরন্টো থেকে হায়দরাবাদে উড়ে এসেছিলেন। তিনি একটি ওম ইমোজি ব্যবহার করেছিলেন, পাশাপাশি আরআরআর-এর গর্জন গানটিও ব্যবহার করেছিলেন, যা নিয়েই প্রথম শুরু হয় আলোচনা।
বিদেশে থাকলেও, ভারতীয় সংস্কৃতির প্রতি প্রিয়াঙ্কার ঝোঁক কিছু নতুন নয়। তাঁর লস অ্যাঞ্জেলসের বাড়িতে ঘটা করে লক্ষ্মীপুজো, শিবরাত্রি, দোলপূর্ণিমা হয়। গতবছর সপরিবারে অযোধ্যার রামমন্দিরেও পুজো দিয়েছিলেন। এমনকী এবার বারতে এসে, গিয়েছেন প্রয়াগরাজে। সোমবার সাত সকালেই প্রয়াগরাজে যাওয়ার পথে রাস্তাঘাটের ভিডিও ক্যামেরাবন্দি করে ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন ‘দেশি গার্ল’।
একবার প্রিয়াঙ্কাকে বলতে শোনা গিয়েছিল যে, কোনওরকম শুভ কাজের আগে নিক জোনাসই নাকি তাঁকে পুজো করার জন্য জোরাজুরি করেন। গৃহিণীর যত না বেশি পুজোতে মন, তার থেকেও নাকি বেশি নিয়ম মেনে পুজোপাঠ করেন নিক।
সম্প্রতি 'সিটাডেল'-এর দ্বিতীয় সিজনের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। তার অভিনীত সর্বশেষ সিনেমা 'দ্য স্কাই ইজ পিঙ্ক'।