বলিউডের মাটিতে নিজের কেরিয়ার শুরু করলেও প্রিয়াঙ্কা চোপড়া জোনাস এখন হলিউডের নামী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বেশ কয়েক বছর ধরেই তিনি পাকাপাকিভাবে রয়েছেন লস অ্যাঞ্জেলেসে। এবার প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থাও ভারত থেকে বিদায় নিয়ে চলল বিদেশে।
সম্প্রতি ইনস্ট্যান্ট বলিউডকে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রোডাকশন হাউজ নিয়ে খোলামেলা কথা বলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের মা মধু চোপড়া। মধু জানিয়েছেন, প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা পার্পেল পেবল পিকচার্সকে মুম্বাই থেকে আমেরিকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবার থেকে সংস্থার যা কাজ, সবকিছু হবে আমেরিকা থেকে।
আরও পড়ুন: শ্রেয়া-সুনীধি-নেহা নন,দেশের সবচেয়ে ধনী গায়িকাকে চেনেন? সম্পত্তির পরিমাণ ২১০ কোটি
মধু বলেন, আপাতত এই সংস্থা কোনও ভারতীয় সিনেমা প্রযোজনা করবে না। যা কাজ হবে সবকিছু আমেরিকায়। প্রযোজনা সংস্থাকে ভারতে রাখার সিদ্ধান্ত ছিল প্রিয়াঙ্কার। কেরিয়ারের মধ্য গগনে সবকিছু ছেড়ে হলিউডে চলে যাওয়ার সিদ্ধান্ত ছিল ওর, কিন্তু কোনও সমস্যা হলে যাদের দেশে ফিরে এসে সমস্যা না হয় তাই প্রযোজনা সংস্থাকে এতদিন ভারতে রাখা হয়েছিল। মূলত আঞ্চলিক সিনেমার ওপর কাজ করে এই প্রযোজনা সংস্থা। নতুন পরিচালক এবং নতুন অভিনেতা-অভিনেত্রীদের সাহায্য করাই মূল লক্ষ্য ছিল এই প্রযোজনা সংস্থা তৈরি করার।
মধু চোপড়ার মুখে আমেরিকার কথা শোনা গেলেও প্রিয়াঙ্কা কিন্তু বলেছেন অন্য কথা। বলিউডে সিনেমা করা নিয়ে কথা বললে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি অবশ্যই হিন্দি সিনেমায় অভিনয় করতে চাই। এই বছর খুব ব্যস্ত ছিলাম। তবে এখন অনেকটাই সময় রয়েছে। কথা বলা যেতে পারে।’ তবে ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ সিনেমায় প্রিয়াঙ্কা অভিনয় করবেন কিনা তা নিয়ে কোনও কথা বলেননি অভিনেত্রী।
আরও পড়ুন: বিয়ে বাড়িতে গিয়ে গান ধরলেন অক্ষয় কুমার, নায়কের অচেনা অবতার দেখে হাঁ সকলে
আরও পড়ুন: মুকুলকে ধোকা দিয়ে চুপিসাড়ে সৈকতের সঙ্গে সাত পাক! বিয়ে নিয়ে মুখ খুললেন প্রেরণা দাস
প্রসঙ্গত, প্রিয়াঙ্কার প্রযোজনা সংস্থা পার্পেল পেবল পিকচার্স প্রথম প্রযোজনা করেন ২০১৬ সালে সন্তোষ মিত্রের ভোজপুরি সিনেমা ‘বোম বোম বোল রাহা হে কাশী’। এছাড়া ‘ভেন্টিলেটর’, ‘পানি’-র মতো পুরস্কারপ্রাপ্ত সিনেমায় কাজ করেছে এই প্রযোজনা সংস্থা। প্রিয়াঙ্কা নিজেও নিজের প্রযোজনা সংস্থার অধীনে কাজ করেছেন যে দুটি সিনেমায় সেই দুটি হল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এবং ‘দ্য হোয়াইট টাইগার’।