কদিন আগে প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদককে নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। বিশেষ করে, বিচ্ছেদের পর সায়ন্তর নামে কিরণের তোলা অভিযোগগুলি শুনে, হতবাক অনেকেই। যেখানে সবচেয়ে বেশি যেটা নিয়ে চর্চা, তা হল গায়ে হাত তোলা। যা শুধু কিরণ নয়, বলেছেন দেবচন্দ্রিমা। বছর তিন আগে, দেবচন্দ্রিমা আর সায়ন্তর বিচ্ছেদ হয়। এতদিন চুপ থাকলেও, সরাসরি জানান সাঁঝের বাতি-র নায়িকা যে, তাঁর গায়ে হাত তুলতেন প্রাক্তন সায়ন্ত।
প্রিয়াঙ্কা মিত্র অবশ্য জানিয়ছেন, তাঁর গায়ে সেভাবে কোনোদিন হাত তোলেননি সায়ন্ত। তবে হ্যাঁ একদিন হাত মুচড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এদিকে, সায়ন্তর বিরুদ্ধে মুখ খোলায় সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার বহু তারকা। প্রিয়াঙ্কাকেও নেটপাড়া আক্রমণ করেছেন, কেন তিনি এতদিন চুপ ছিলেন সায়ন্তকে নিয়ে। এত কথা কেন জানাননি আগে! এমনকী, ঘোলা জলে মাছ ধরা, অর্থাৎ ভিউজ বাড়ানোর চোষ্টা এমন অপবাদও দেওয়া হয়।
এবার প্রিয়াঙ্কা নতুন ভিডিয়োয় স্পষ্ট করলেন, তাঁকে সবচেয়ে বেশি ট্রিগার করে, গায়ে হাত দেওয়ার কথাটা। তিনি কখনো মানতে পারেন না, শারীরিক নির্যাতনের শিকার হবে কোনো মহিলা। তা সে স্ত্রী হোক বা প্রেমিকা। সঙ্গে কীভাবে একদিন এক রেস্তোরাঁর বাইরে তাঁর হাত মুচড়ে দিয়েছিলেন সায়ন্ত, তাও জানালেন এই ভিডিয়োতে।
প্রিয়াঙ্কা জানান, একদিন সার্দান এভিনিউর ক্যাফেতে বসেছিলেন তাঁরা। তারপর সায়ন্ত ও তাঁর বন্ধুদের ব্যবহারে বিরক্ত হয়ে বেরিয়ে আসেন। আর সেই সময়ই সায়ন্ত চেষ্টা করেন তাঁর হাত মুচড়ে দেওয়ার। তবে তেমনটা ঘটার আগেই, অন্য হাত দিয়ে প্রিয়াঙ্কা শক্ত করে ধরে সায়ন্তের হাত। বুঝিয়ে দেয়, এই ভুল যেন আর না করে! অভিনেত্রীর স্বীকারোক্তি, ‘আমি তখন খুব ক্যাজুয়ালি নিয়েছিলাম বিষয়টা। ভেবেছিলাম হিট অফ দ্য মোমেন্ট করে ফেলেছে। আমার বাবা, আমার পরিবার কখনো আমার গায়ে হাত তোলেনি। আমি এত নরম মাটি নেই। আমি সেখানেই গেড়ে দেব। যাই হোক, কিরণের কথা শুনে আমার এইদিনের কথা মনে পড়ে যায়। মনে হল, অত ছোট একটা জিনিসে যে এমন করতে পারে, সে রাগের মাথায় কী না কী করতে পারে’
এরপর প্রিয়াঙ্কা আরও বলেন, ‘একটা অনুরোধ সবাইকে। ফিজিকাল অ্য়াবিউজ করা হলে, মানসিকভাবে অত্যাচার করা হলে, ব্ল্যাকমেল করা হলে, স্ট্যান্ড নাও। তোমরা একা না পারলে, আমাকে ডিএম কোরো। কিন্তু চুপ থেকো না। আমি তোমাদের পাশে থাকব। কাউকে কখনো তোমার গায়ে হাত তুলতে দিও না।’
প্রসঙ্গত, দেবচন্দ্রিমার পর প্রিয়াঙ্কাও সায়ন্ত মোদককে স্পষ্ট জানিয়েছেন কনফিউজড বক্স ইউটিউব চ্যানেল থেকে তাঁর সঙ্গে করা সব ভিডিয়ো মুছে ফেলতে হবে। না হলে তিনিও আইনি পদক্ষেপ নেবেন।