বাংলা নিউজ > বায়োস্কোপ > Priyanka Sarkar: মা-বাবার স্বপ্ন ভেঙে দিয়েছিলাম, এখন অপরাধবোধ কাজ করে : প্রিয়াঙ্কা সরকার

Priyanka Sarkar: মা-বাবার স্বপ্ন ভেঙে দিয়েছিলাম, এখন অপরাধবোধ কাজ করে : প্রিয়াঙ্কা সরকার

প্রিয়াঙ্কা সরকার

‘মানুষ আমায় দেখলে এখনও বলেন, চিরদিনই তুমি যে আমার খুব ভালো লেগেছিল। সকলে হয়ত আনন্দ করে, ভালোবেসেই কথাটা বলেন, তবে আমার দুঃখ হয়। কারণ ওমন সাফল্যের পরও আমি ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে যাই। মা-বাবা আমার জন্য অনেক পরিশ্রম করে, স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আমি তাঁদের সেই স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়েছিলাম।’

মাথা ন্যাড়া, হাতে রুদ্রাক্ষ আর গলায় তুলসীর মালা, কপালে আঁকা চন্দন, পরছেন গেরুয়া বসন। শুক্রবার চৈতন্য প্রেমে মগ্ন 'বিনোদিনী'। রুক্মিণী মৈত্রর পর হঠাৎই 'বিনোদিনী'র বেশে সকলকে চমকে দেন প্রিয়াঙ্কা সরকার। শুক্রবার প্রিয়াঙ্কার এই লুক প্রকাশ্যে এনেছেন প্রযোজক রাণা সরকার। নাহ, এটা বিনোদিনীর বায়োপিক নয়, এটা প্রযোজক রাণার নতুন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। যেখানে ছবির একটি পার্টে থাকবে গিরিশ ঘোষ এবং বিনোদিনী দাসীর গল্প। এই ছবিটি ছাড়াও প্রিয়াঙ্কাকে দেখা যাবে বিবাহ অভিযান পার্ট-২ তে। বর্তমানে একের পর এক ছবিতে কাজ করলেও প্রিয়াঙ্কা সরকারের নাম উঠলেন আসে তাঁর প্রথম ছবি 'চিরদিনই তুমি যে আমার' ছবিটির কথা।

২০০৮-এ মুক্তি পাওয়া রাজ চক্রবর্তী পরিচালিত রাহুল-প্রিয়াঙ্কা জুটির 'চিরদিনই তুমি যে আমার' বাংলার বক্স অফিসে সুপার হিট ছবি। তবে এই ছবির প্রসঙ্গ আসলেই এখন প্রিয়াঙ্কার আনন্দের থেকে কষ্ট-ই বেশি হয়। সম্প্রতি প্রিয়াঙ্কা সরকার বলেন, ‘মানুষ আমায় দেখলে এখনও বলেন, চিরদিনই তুমি যে আমার খুব ভালো লেগেছিল। সকলে হয়ত আনন্দ করে, ভালোবেসেই কথাটা বলেন, তবে আমার আনন্দের বদলে দুঃখ হয়। কারণ ওমন সাফল্যের পরও আমি ইন্ডাস্ট্রি থেকে অদৃশ্য হয়ে যাই। মা-বাবা আমার জন্য অনেক পরিশ্রম করে, স্বপ্ন দেখেছিলেন, কিন্তু আমি তাঁদের সেই স্বপ্ন মাটিতে মিশিয়ে দিয়েছিলাম। সেটা ভাবলেই কষ্ট হয়, অপরাধবোধ কাজ করে। এখন হয়ত অনেক সুন্দরভাবেই সবকিছু সামলাই।’

<p>চিরদিনই তুমি যে আমার</p>

চিরদিনই তুমি যে আমার

<p>রাহুল-প্রিয়াঙ্কা ও সহজ</p>

রাহুল-প্রিয়াঙ্কা ও সহজ

প্রসঙ্গত, 'চিরদিনই তুমি যে আমার'-ছবির প্রেম গড়িয়েছিল বাস্তবে। পর্দার নায়ক রাহুল বন্দ্য়োপাধ্যায়কে বাস্তবেও বিয়ে করেন প্রিয়াঙ্কা সরকার। তাঁদের এক ছেলেও হয়, নাম রাখেন সহজ। বিয়ে ও মা হওয়ার পর অভিনয় দুনিয়া থেকেও সরে যান প্রিয়াঙ্কা। বর্তমানে অবশ্য রাহুল-প্রিয়াঙ্কা আলাদা থাকেন। প্রিয়াঙ্কার সঙ্গেই থাকে তাঁর ছেলে সহজ। তবে বাবা রাহুলের সঙ্গেও সহজের নিয়মিত যোগাযোগ রয়েছে। রাহুল বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবিতে কাজও করছে ছোট্ট সহজ। এদিকে মাঝে আবার রাহুল-প্রিয়ঙ্কা এক হওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল, তবে তা নিয়ে দুই তারকাই একেবারে চুপ।

বন্ধ করুন