বাংলা নিউজ > বায়োস্কোপ > সহজকে কোল্ড ড্রিংকসের বদলে সয়া স্যস খাওয়ালো প্রিয়াঙ্কা, যেভাবে প্রতিশোধ নিল ছেলে

সহজকে কোল্ড ড্রিংকসের বদলে সয়া স্যস খাওয়ালো প্রিয়াঙ্কা, যেভাবে প্রতিশোধ নিল ছেলে

প্রিয়াঙ্কা-সহজ এপ্রিল ফুল বানাল একে-অপরকে।

এপ্রিল ফুলস ডে-র দিন মা-ছেলের কীর্তি ভাইরাল!

সকাল থেকে কেউ আপনাকে এপ্রিল ফুল করেনি? যাহ, তাহলে তো আপনার দিনটাই মাটি। এগুলো আজকের দিনে না হলে চলে নাকি। তাই ছেলে সহজকে ছাড়ল না অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ও মা উল্টো বদলা নিতে দেখা গেল সহজকেও। মা-ছেলের কীর্তি এখন ভাইরাল!

কোল্ড ড্রিংকসের বোতল থেকে পানীয় বের করে তাতে মিশিয়ে নিল সয়া সস আর সোডা। দেখতে একাবের কালো পানীয়। তারপর সহজকে পাশে ডেকে খেতেও দিল তা। মুখে দিতেই সহজের হাল খারাপ।

ভাবছেন মায়ের এই মস্করার জবাব কীভাবে দিল সে? নেলপালিশের বোতল উল্টে দিল ল্যাপটপে! শুনেই হাঁ হাঁ করে উঠলেন। আরে বাপু এখানেও টুইস্ট আছে। নেলপালিশের শিশি উলটে একটা প্লাস্টিকের শিটে ঢেলে তা শুকিয়ে নেয় সহজ প্রথমে। তারপর তা শুকিয়ে গেল কাটিং করে খালি নেলপালিশের শিশি সমেত এমনভাবে সাজিয়ে রাখে ল্যাপটপের উপরে যাতে দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে!

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সরকার আর রাহুল বন্দ্যোপাধ্যায়ের ছেলে সহজ। বয়স এখন ৯ বছর। খুব জলদি বাবার পরিচালনায় অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে তাঁর। ‘কলকাতা ৯৬’-তে ক্যামেরার মুখোমুখি সহজ প্রথমবার।

এদিকে ভাঙা পা সারিয়ে সদ্য কাজে ফিরেছেন প্রিয়াঙ্কাও। গত ডিসেম্বরে বড় দুর্ঘটনায় পায়ের হাড় টুকরো টুকরো হয়ে যায়। তারপর প্রয়া তিন মাস শয্যাশায়ী ছিলেন। ‘শ্রীজাত’-র ছবি ‘মানবজমিন’ দিয়ে অভিনয়ে ফিরলেন প্রিয়াঙ্কা।

 

বন্ধ করুন