অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার বেড়ে ওঠার বছরগুলি এবং কিশোরী বয়সের ছবি দিলেন সোশ্যাল মিডিয়াতে। মিস ইন্ডিয়া খেতাব জেতার পর তোলা একটি ছবি আর সঙ্গে নিজের ৯ বছরের ছবি তুলে ধরলেন ইনস্টাগ্রামে।
এই ছবি শেয়ার করে প্রিয়াঙ্কা লিখলেন, ‘সতর্কতা: ৯ বছরের বাচ্চা আমিকে ট্রোল করবেন না দয়া করে। ভাবতে অবাক লাগে বয়ঃসন্ধি এবং সঠিক গ্রুমিং কী করতে পারে একটি মেয়ের ক্ষেত্রে। বাঁ দিকের আমিটি প্রাক-কৈশোরে প্রবেশের আগে, একটি 'বয় কাট' হেয়ারস্টাইল সহ যাতে স্কুলে যেতে সমস্যা না হয় (সবই মা @drmadhuakhourichopra-র সৌজন্যে)। আমি কটোরি কাট থেকে এই পর্যায়ে পৌঁছেছিলাম, যা নিঃসন্দেহে একটি জয়।’
আরও পড়ুন: বাড়িতেই আচমকা গুলিবিদ্ধ গোবিন্দা, চট চলদি নেওয়া হল হাসপাতালে! এখন আছেন কেমন
‘(চোখে জল আনা ইমোজি) ডান দিকের আমিটি, সদ্য মিস ইন্ডিয়া জয়ের পর, ২০০০ সালে। যেখানে চুল, পোশাক, মেকআপ সব নিয়ে ঝলমলে। দুটো ছবিই তোলা হয়েছে এক যুগ আগে।’, আরও লিখলেন অভিনেত্রী।
আরও পড়ুন: প্লেনের মধ্যে মায়ের বন্ধুর সঙ্গে…! নিজের দুষ্টুমি খোলসা করল সইফ, ‘আমার ৩ ছেলে বরং…’
এরপর পপ গায়িকা ব্রিটনি স্পিয়ার্সকে উদ্ধৃত করে প্রিয়াঙ্কা লেখেন, ‘ব্রিটনি স্পিয়ার্স যেমন খুব স্পষ্টভাবে বলেছেন... আমি মেয়ে নই, এখনও নারী হইনি। বিনোদনের বিশাল জগতে ঢুকে আমার ঠিক এমনটাই মনে হয়েছিল। প্রায় ২৫ বছর পরও আমার এমনটাই মনে হচ্ছে। এখনও খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। এরকম অবস্থা আমাদের সবারই নয় কি? আমার তরুণ সত্তার দিকে ফিরে তাকালে আমি আজ প্রায়শই নিজের প্রতি সদয় হয়ে উঠি।’
আরও পড়ুন: সোমবার রাতে চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল রজনীকান্তকে, এখন অবস্থা ‘স্থিতিশীল’
‘আপনার তরুণ সত্তা সম্পর্কে চিন্তা করুন এবং ভাবুন আপনি আপনার জন্য কতটা করেছেন। নিজেকে ভালোবাসুন, আপনি আজ যেখানে আছেন সেখানে পৌঁছাতে আপনাকে অনেক কিছু পেরিয়ে আসতে হয়েছে। (হৃদয়ের ইমোজি সহ হাসি মুখ) আপনার #growupchallenge #mondaymusings পোস্ট করুন। যারা এই ছবি সাইড বাই সাইড বানিয়েছেন এবং আমাকে পাঠিয়েছেন তাদের ধন্যবাদ।’, শেষ করেছেন প্রিয়াঙ্কা।
সম্প্রতি তার আসন্ন ছবি দ্য ব্লাফের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ফ্রাঙ্ক ই ফ্লাওয়ারস পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন অভিনেতা কার্ল আরবান। দ্য ব্লাফ উনিশ শতকের ক্যারিবিয়ান পটভূমিতে নির্মিত এবং একজন প্রাক্তন মহিলা জলদস্যুর গল্প অনুসরণ করে তৈরি। 'দ্য ব্লাফ' ছাড়াও জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গে 'হেডস অফ স্টেট'-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে।