বোন পরিণীতির বিয়েতে হাজির হননি, তবে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যোগ দিতে বৃহস্পতিবার বিকেলে বরের হাত ধরে মুম্বইয়ে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়। দেশে ফিরেই পার্টি মুডে নিয়াঙ্কা। বৃহস্পতিবার গভীর রাতে ভাই সিদ্ধার্থ চোপড়ার জন্মদিন সেলিব্রেট করতে দেখা গেল পিগি চপসকে। সিদ্ধার্থের ৩৫তম জন্মদিনের আসরে নজরকাড়া নিক-প্রিয়াঙ্কার রোম্যান্স।
সিদ্ধার্থের জন্মদিনে উপস্থিত নিক-প্রিয়াঙ্কা
বিয়ের সময় কম কটাক্ষ শুনতে হয়নি নিক-প্রিয়াঙ্কা। এই বিয়ে টিকবে না, এমন বিদ্রুপ ধেয়ে এসেছিল। তবে স্বামী-সন্তান নিয়ে সুখের সংসার অভিনেত্রীর। বিয়ের পাঁচ বছর পরেও ভালোবাসা একটুও কমেনি, প্রমাণ দিলেন ‘প্রিনিক’ জুটি।
ইনস্টাগ্রাম স্টোরিজে প্রিয়াঙ্কা নিকের সঙ্গে আদুরে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি ঘরের ভিতরে একসঙ্গে পোজ দিচ্ছেন দু'জনে। নায়িকার কোমর জড়িয়ে ধরে নিক। বরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা, তাঁর পরনে নীল রঙের অফ শোল্ডার গাউন।
নিককে একটি কালো শার্ট, ম্যাচিং প্যান্ট এবং সাদা স্নিকার্সে দেখা গেছে। ছবিটি শেয়ার করে প্রিয়াঙ্কা শুধু নিককে ট্যাগ করলেও পোস্টটির ক্যাপশন দেননি।
সিদ্ধার্থের জন্মদিনের অপর ছবিতে প্রিয়াঙ্কাকে তার পরিবার এবং বন্ধুদের সাথে পার্টি মুডে পাওয়া গেল। সিদ্ধার্থ ও তাঁর হবু বউ নীলম উপাধ্যায়, মান্নারা চোপড়া, নিক এবং প্রিয়াঙ্কা সহ অন্যান্যরা ক্যামেরার জন্য হাসিমুখে পোজ দিলেন।
জন্মদিনে সিদ্ধার্থ পরেছিলেন সাদা-কালো পোশাক। নীলম ও মান্নারা কালো পোশাকে জুটি বেঁধেছিলেন।
প্রিয়াঙ্কার হবু ভাইবউকে চেনেন?
প্রিয়াঙ্কার হবু ভাইবউ পেশায় অভিনেত্রী। গত ৯ বছর ধরে তামিল এবং তেলুগু ছবিতে অভিনয় করছেন নীলম উপাধ্যায়। তিনি তেলুগু সিনেমা মিস্টার সেভেন দিয়ে আত্মপ্রকাশ করেছিলেন। তাক লাগিয়েছিলেন ডেবিউতে। পরের বছর, তিনি উন্নোডু ওরু নাল দিয়ে তামিল সিনেমায় কাজ শুরু করেন। ২০১৮ সালে তেলেগু ভাষায় নির্মিত 'তামাশা'-তে শেষবার পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। চলতি বছর এপ্রিলেই বাগদান সারেন সিদ্ধার্থ-নীলম।
ঠিক হয়েও ভাঙে সিদ্ধার্থের প্রথম বিয়ে!
এর আগে ঈশিতা কুমারের সঙ্গে বাগদান সারছিলেন সিদ্ধার্থ। ২০১৯ সালে তাদের বাগদান হয়েছিল, প্রিয়াঙ্কাও তাদের রোকা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ২০১৯ সালের এপ্রিলের শেষ সপ্তাহে এই জুটির বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এই দম্পতি আলাদা হয়ে যান। পরে ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন ঈশিতা।
শুক্রবার (আজ) অনন্ত আম্বানি ছেলের বিয়ের মূল অনুষ্ঠানে যোগ দেবেন নিক-প্রিয়াঙ্কা। শনিবার শুভ আশীর্বাদের মধ্য দিয়ে উদযাপন চলবে। মঙ্গল উৎসব (বিবাহ সংবর্ধনা)-এর আয়োজন করা হয়েছে রবিবার। সেখানেও হাজির থাকার কথা প্রিনিক জুটির।