বাংলা নিউজ > বায়োস্কোপ > Boney Kapoor: সাইবার প্রতারণার শিকার বনি কাপুর, ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪ লাখের লেনদেন!

Boney Kapoor: সাইবার প্রতারণার শিকার বনি কাপুর, ক্রেডিট কার্ড ব্যবহার করে ৪ লাখের লেনদেন!

বনি কাপুর

বনি কাপুরের ক্রেডিট কার্ডের ডেটা চুরি করে নিল জালিয়াতরা! প্রযোজকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব ৩ লক্ষ ৮২ হাজার টাকা, জানুন বিস্তারিত-

এবার সাইবার প্রতারণার কবলে পড়লেন বলিউড প্রযোজক বনি কাপুর। ‘নো এন্ট্রি’ প্রযোজকের ক্রেডিট কার্ড (Credit Card) ব্যবহার করে প্রায় ৪ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে জানা গিয়েছে। গত ৯ই ফেব্রুয়ারি বনি কাপুরের অ্যাকাউন্ট থেকে  পাঁচটি লেনদেন হয়েছে, যার মাধ্যমে ৩ লক্ষ ৮২ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। বুধবার মুম্বইয়ের আম্বোলি থানায় অভিযোগ দায়ের করেন বনি কাপুর। তথ্য প্রযুক্তি আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে মুম্বই পুলিশ। 

পুলিশকে বনি কাপুর জানিয়েছেন তাঁর কাছ থেকে কেউ কোনওভাবেই ক্রেডিট কার্ডের কোনও তথ্য জানতে চায়নি, তিনি অন্য কারুর সঙ্গে এই ব্যক্তিগত তথ্য শেয়ার করেননি। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকার লেনদেনের কথা জানতে পেরে সংশ্লিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন বনি। তখনই গোটা বিষয়টি স্পষ্ট হয়। পুলিশের ধারণা বনি কাপুর যখন সেই ক্রেডিট কার্ড ব্যবহার করেছিলেন তখন কেউ তাঁর ডেটা চুরি করে নেয়। গুরুগ্রামের এক কোম্পানির অ্যাকাউন্টে বনি কাপুরের ওই টাকা গিয়েছে বলে জানা গিয়েছে। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। 

 

বন্ধ করুন