অভিনেতা শাহরুখ নিজের নতুন প্রোজেক্ট ঘোষণা করতে লম্বা অপেক্ষা করাচ্ছেন। তবে প্রযোজক শাহরুখ কিন্তু দুরন্ত গতিতে একের পর এক নতুন প্রোজেক্ট শুরু করছেন। বৃহস্পতিবার শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিস ঘোষণা করল নতুন ছবি ‘লাভ হোস্টেল’। পরিচালনায় গুরগাঁও খ্যাত পরিচালক শঙ্কর রমন। এই ছবিতে লিড রোলে থাকছেন বিক্রান্ত মেসি, সানিয়া মালহোত্রা এবং ববি দেওল। রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে এই ছবি যৌথভাবে প্রযোজনা করছে দৃশ্যম ফিল্মস।

ছবির আনুষ্ঠানিক ঘোষণা সেরে রেড চিলিস জানায়-'আমরা দারুণ এক্সাইটেড নিজেদের নতুন ছবির ঘোষণা করতে পেরে। লাভ হোস্টেল বলবে একটা উদ্যোমী তরুণ জুটির গল্প যাঁরা পালাচ্ছে!
উত্তর ভারতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবির গল্প। রক্তেমাখা প্রেমকাহিনির গল্প বলবে এই ছবি, যেখানে এক তরুণ প্রেমিক জুটির সম্পর্কের অন্তরায় সমাজ। তবে সমাজব্যবস্থার চোখ রাঙানির বাইরে গিয়ে কী রূপকথার মতো হ্যাপি এন্ডিং হবে নাকি অর্থ,ক্ষমতা আর প্রতিপত্তির দম্ভে ভেঙে গুড়িয়ে দেবে তাঁদের স্বপ্নপুরীকে, সেই কাহিনি শোনাবে ‘লাভ হোস্টেল’।