বাংলা নিউজ > বায়োস্কোপ > সিরিয়ালের সেটে আগুন লাগার খবর কি গুজব? ‘আলি বাবা’র প্রযোজক জানালেন কী হয়েছে

সিরিয়ালের সেটে আগুন লাগার খবর কি গুজব? ‘আলি বাবা’র প্রযোজক জানালেন কী হয়েছে

আগুন লাগার খবর উড়িয়ে কোন সত্য জানালেন আলি বাবার প্রযোজক

Ali Baba: Dastaan-E-Kabul: সদ্যই খবর ছড়িয়েছিল যে আলি বাবা দাস্তান-এ-কাবুল সিরিয়ালের সেটে নাকি আগুন ধরে গিয়েছে। এবার সেই ধারাবাহিকের প্রযোজকরা জানালেন এই খবর সর্বৈব মিথ্যা।

সিরিয়াল আলি বাবা দাস্তান-এ-কাবুলের (Ali Baba Dastaan E Kabul) সেটে নাকি আগুন ধরেছিল। সম্প্রতি এমনই এক গুজব ছড়ায়। এবার সেটা মিথ্যে বলে স্পষ্ট করে দিলেন এই ছবির দুই প্রযোজক। অলিন্দ শ্রীবাস্তব এবং নিসার পারভেজ জানান তাঁদের সিরিয়ালের সেটে কোনও আগুন লাগেনি। তাঁদের কথা অনুযায়ী, 'আমাদের সেট একদম ঠিক আছে। এই ঘটনা অন্য একটা সেটে হয়েছে।' ভজনলাল স্টুডিওতে নাকি শনিবার আগুন লেগে গিয়েছিল। সেই বিধ্বংসী আগুনে বিস্তর ক্ষয় ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে।

শ্রীবাস্তব জানিয়েছেন তাঁরা যে বাড়িতে শ্যুটিং করছিলেন সেখানে ১১ তলা আছে। আর যেখানে এই অগ্নিকাণ্ড হয়েছে সেখানে কেউ ছিল না। ফাঁকা ছিল। এই অগ্নিকাণ্ড যখন হয় ভাগ্যক্রমে আমরা তখন বাইরে শ্যুটিং করছিলাম।'

দমকলের আধিকারিকরা জানান, মুম্বইয়ের শেষ প্রান্তে কামান ভাসাইয়ের স্টুডিওতে আগুন লাগে। শুক্রবার ভোররাতে এই ঘটনাটি ঘটে। শনিবার ভোর ৪টে নাগাদ আগুন নিভিয়ে দেওয়া হয়। তবে কেন আগুন লেগেছে সেটা এখনও জানা যায়নি।

এর আগেও অবশ্যই এই ফ্যান্টাসি ড্রামা নিয়ে একটি ভুয়ো খবর রটে ছিল। তখন অনেকেই বলেন এই সিরিয়াল নাকি শেষ হতে চলেছে। শ্রীবাস্তব জানান 'হ্যাঁ এটা সত্যিই যে এই সিরিয়াল শেষ হতে চলেছে। তবে সেটা জুন মাসে। এই মাসের শেষে এই শ্যুটিং শেষ হয়ে যাবে।'

প্রসঙ্গত, আলিবাবা: দাস্তান-এ-কবুলের সেটে অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছিল সকলকে। ২৪ ডিসেম্বর মারা যান তুনিশা। কদিন কাজ বন্ধই ছিল। তবে তার কিছুদিনের মধ্যে ফের শুরু হয় শ্যুটিং। নতুন করে কাজের জন্য প্রযোজনা সংস্থার তরফে অভিনেতাদের স্বাচ্ছন্দ্য বোধ করাতে এবং ইতিবাচকতার পরিবেশ তৈরি করাতে বেশকিছু পদক্ষেপ নিয়েছিল। তাঁরা নতুন করে সেটে সাদা রং করিয়ে দিয়েছিল বলেও জানানো হয়। অনেক লাইট লাগিনো হয়েছে বলে খবর মেলে। পেইন্টিং লাগানো হয়েছিল।

বন্ধ করুন