প্রায় ২৫ দিন ধরে বক্সঅফিসে রাজ করছেন দেবের প্রজাপতি। একটা সাকসেস পার্টির আয়োজন করা হয়েছিল সোমবার টিমের তরফ থেকে। শুধু বাংলা নয়, দেশজুড়ে মুক্তি পেয়েছে এই সিনেমা। পশ্চিমবঙ্গের একাধিক হল হাউজফুল ছিল এই ২৫ দিন ধরে। মুক্তির পরপরই ছবি জড়িয়েছিল বিতর্কে। লেগেছিল রাজনৈতিক রং। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ মন্তব্য করেছিলেন, মিঠুনের খারাপ অভিনয়ের জন্য নাকি সিনেমার এই অবস্থা। যা নিয়ে মুখ খোলেন মিঠুন সোমবারের সাকসেস পার্টিতে। তাঁকে বলতে শোনা যায়, ‘দেবকে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল। কারণ উনিই এখন পার্টির শেষ কথা। তবে দেব ভয় পায়নি। অভিনেতা হিসেবে উত্তর করেছে।’
আর মিঠুনদার মন্তব্যের পরিপ্রেক্ষিতে জবাব দিলেন দেবও এইদিনই। বলতে শোনা গেল, ‘না না আমাকে কেউ ভয় দেখায়নি। এটা মিঠুনদার ব্যক্তিগত মত। এটা নিয়ে আমার বলার কিছু নেই। তবে এটা বাংলা সিনেমার জয়। তাই কে কী বলল সেই বিতর্কে আর যেতে চাইছি না। মিঠুনদার সঙ্গে আমার স্নেহের সম্পর্ক। আগে থেকেই ঠিক ছিল ২৫ দিনের সাকসেস পার্টিতে উনি আমাদের সঙ্গে থাকবেন। আমার মনেও নন্দন নিয়ে আর ক্ষোভ নেই। আমরা নন্দন চেয়েছিলাম কারণ চেয়েছিলাম অনেক বেশি মানুষ ছবিটা দেখুক। আর সেটা হয়েছে।’ আরও পড়ুন: বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিজের মনোকিনি পরা ছবি, ট্রোলের মুখে শুভশ্রী
দেব সঙ্গে জানান গোটা বিশ্বে প্রজাপতির মুক্তির কথা চলছে। প্রজাপতি অভিনেতার কথায়, ‘অনেকদিন পর মানুষ বাংলা ছবি নিয়ে কথা বলছে। সারা ভারতে ছবি মুক্তি পেলেও বেশিরভাগ প্রথম সপ্তাহের পর নেমে যায়। তবে এটা চলেছে। ২৫তম দিনে চলেছে মানে প্রজাতন্ত্র দিবসের সপ্তাহেও চলবে। এরপর প্রজাপতি মুক্তি পাবে বহির্বিশ্বে। ৩ ফেব্রুয়ারি ছবির বিশ্বব্যপী মুক্তির কথা রয়েছে। এমন অনেক দেশে প্রজাপতি যাবে যেখানে আগে কোনও বাংলা সিনেমাই যায়নি।’
এরপর দেব সাফ জানান, ‘আমি দাদার প্রশ্নের উত্তর দেব না। দাদা পার্টি এনজয় করুক। আসলে আমাদের দেশে সবকিছুর সঙ্গে রাজনীতির রং লাগানো হয়। আমি তাঁর উর্দ্ধে থাকি, বিরুদ্ধেও। আমি এমন কোনও মন্তব্য করব না যেখানে কাউকে ছোট করে আমার সিনেমাকে বড় করা হবে। ২৫ দিন ধরে প্রজাপতি চলছে। গোটা দেশে মানুষ বাংলা ছবি নিয়ে কথা বলছে। সেই ছবির প্রযোজক আর অভিনেতা আমি। এর থেকে বড় কিছু হতে পারে না। ছবি হিট হয়, ব্লকবাস্টার হয়, তবে প্রজাপতি একটা ইমোশন।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup