Projapoti: ১০০ দিন ধরে বক্স অফিসে রাজ করছে দেবের প্রজাপতি, এবার উদযাপনে মাতলেন মিঠুন-মমতারা
Updated: 03 Apr 2023, 09:00 AM ISTProjapoti: প্রজাপতি মুক্তি পাওয়ার ১০০ দিন পার হল। এখনও বক্স অফিসে ভালোই সাড়া পাচ্ছে এই ছবি। এই একশো দিনে ছবিটি একাধিক রেকর্ড গড়েছে, দর্শকদের থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছে। এবার সেটার উদযাপনে মাতলেন ছবির কলাকুশলীরা।
পরবর্তী ফটো গ্যালারি