প্রোজেক্ট কে-র শ্যুট চলাকালীন পাঁজরে চোট পান সত্তোরার্ধ অমিতাভ বচ্চন। এই ছবিতে তাঁকে দেখা যাবে প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে। মার্চের প্রথম সপ্তাহ থেকে আপাতত বিশ্রামেই রয়েছেন বিগ বি। একাধিক সোশ্যাল পোস্টে অভিনেতা জানিয়েছেন বেশিরভাগটা সময় তাঁর শুয়েই কাটছে। খবর, পাঁজরের তরুণাস্থি ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের খাঁচায় একটি পেশী ছিঁড়ে গিয়েছে।
অমিতাভ না হয় বিশ্রামে, ছবির অন্যান্য তারকারা কি করছেন? দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি, প্রভাসরা কি রয়েছেন সেটে? উত্তর হল 'না'। নির্মাতারা জানিয়েছেন 'প্রজেক্ট কে'-এর শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বচ্চনের সেটে ফিরে আসার। ছবির পরিচালক নাগ অশ্বিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বচ্চন স্যার আমাদের পরবর্তী শিডিউলে আমাদের সঙ্গে যোগ দেবেন।’ তবে ঠিক কবে থেকে শ্যুট শুরু হবে তা নিয়ে মন্তব্য করতে চাননি। ছবির প্রযোজকও জানান, ‘আমিতাভ বচ্চন সেটে ফেরা পর্যন্ত অপেক্ষা করা হবে।’
প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকেই হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’-র শ্যুটিং এ পাঁজরের কার্টিলেজ ভাঙেন অমিতাভ। চোট সারতে বেশ সময় লাগবে আগেই জানিয়েছিলেন তিনি। তবে তা নিয়েই ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সোমবারও একটি পোস্ট আসে অমিতাভের থেকে। তিনি লেখেন, ‘সুতরাং একটি ক্ষতিগ্রস্থ শরীরের নানা অসুবিধা সত্ত্বেও… সেরে ওঠার ইচ্ছা এবং প্রচেষ্টা থাকতেই হবে যা বিশেষজ্ঞ এবং শুভাকাঙ্ক্ষীদের যত্ন এবং স্বাচ্ছন্দ্যের মাধ্যমে হচ্ছে, যা নিয়ে অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা। কাজের সময়সূচী তৈরি করা হয়ে গেছে এবং চার্টগুলি আবার পূর্ণ হতে শুরু করেছে… কাজের চেয়ে ভাল বিনোদন আর কিছু নেই… হ্যাঁ পাঁজর এবং পায়ের আঙ্গুলে এখনও বিদ্রোহ…তবে এর সমাধান খুঁজে বের করতেই হবে। আমাদের পারতেই হবে… আমাদের নয় আমাকে।’
৬ই মার্চ অমিতাভের এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। চোট পাওয়ার পর হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতাভকে, সেখানে চিকিৎসার পর মুম্বইয়ে ফেরেন অভিনেতা। আপতত সম্পূর্ণ বিশ্রামে তিনি। সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরুক সবার প্রিয় বিগ বি, প্রার্থনায় ভক্তরা।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)