বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan Health Update: আমিতাভ চোট পাওয়ায় বন্ধ হয়ে গেল প্রোজেক্ট কে-র শ্যুট? কী জানালেন নির্মাতারা

Amitabh Bachchan Health Update: আমিতাভ চোট পাওয়ায় বন্ধ হয়ে গেল প্রোজেক্ট কে-র শ্যুট? কী জানালেন নির্মাতারা

শ্যুটিং করতে গিয়ে পাজরে চোট পান অমিতাভ, কবে ফিরবেন প্রোজেক্ট কে-এর সেটে?

প্রোজেক্ট কে-র শ্যুট চলাকালীন পাঁজরে চোট পান অমিতাভ বচ্চন। কবে থেকে শ্যুট শুরু করবেন তিনি? ছবি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট ভাগ করে নিলেন নির্মাতারা। 

প্রোজেক্ট কে-র শ্যুট চলাকালীন পাঁজরে চোট পান সত্তোরার্ধ অমিতাভ বচ্চন। এই ছবিতে তাঁকে দেখা যাবে প্রভাস ও দীপিকা পাড়ুকোনের সঙ্গে। মার্চের প্রথম সপ্তাহ থেকে আপাতত বিশ্রামেই রয়েছেন বিগ বি। একাধিক সোশ্যাল পোস্টে অভিনেতা জানিয়েছেন বেশিরভাগটা সময় তাঁর শুয়েই কাটছে। খবর, পাঁজরের তরুণাস্থি ভেঙে গিয়েছে এবং ডান পাঁজরের খাঁচায় একটি পেশী ছিঁড়ে গিয়েছে।

অমিতাভ না হয় বিশ্রামে, ছবির অন্যান্য তারকারা কি করছেন? দীপিকা পাড়ুকোন, দিশা পাটানি, প্রভাসরা কি রয়েছেন সেটে? উত্তর হল 'না'। নির্মাতারা জানিয়েছেন 'প্রজেক্ট কে'-এর শুটিং আপাতত স্থগিত রাখা হয়েছে এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে বচ্চনের সেটে ফিরে আসার। ছবির পরিচালক নাগ অশ্বিন এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘বচ্চন স্যার আমাদের পরবর্তী শিডিউলে আমাদের সঙ্গে যোগ দেবেন।’ তবে ঠিক কবে থেকে শ্যুট শুরু হবে তা  নিয়ে মন্তব্য করতে চাননি। ছবির প্রযোজকও জানান, ‘আমিতাভ বচ্চন সেটে ফেরা পর্যন্ত অপেক্ষা করা হবে।’

প্রসঙ্গত, চলতি মাসের গোড়ার দিকেই হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’-র শ্যুটিং এ পাঁজরের কার্টিলেজ ভাঙেন অমিতাভ। চোট সারতে বেশ সময় লাগবে আগেই জানিয়েছিলেন তিনি। তবে তা নিয়েই ব্লগ ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সোমবারও একটি পোস্ট আসে অমিতাভের থেকে। তিনি লেখেন, ‘সুতরাং একটি ক্ষতিগ্রস্থ শরীরের নানা অসুবিধা সত্ত্বেও… সেরে ওঠার ইচ্ছা এবং প্রচেষ্টা থাকতেই হবে যা বিশেষজ্ঞ এবং শুভাকাঙ্ক্ষীদের যত্ন এবং স্বাচ্ছন্দ্যের মাধ্যমে হচ্ছে, যা নিয়ে অনেক কৃতজ্ঞতা আর ভালোবাসা। কাজের সময়সূচী তৈরি করা হয়ে গেছে এবং চার্টগুলি আবার পূর্ণ হতে শুরু করেছে… কাজের চেয়ে ভাল বিনোদন আর কিছু নেই… হ্যাঁ পাঁজর এবং পায়ের আঙ্গুলে এখনও বিদ্রোহ…তবে এর সমাধান খুঁজে বের করতেই হবে। আমাদের পারতেই হবে… আমাদের নয় আমাকে।’

৬ই মার্চ অমিতাভের এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। চোট পাওয়ার পর হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অমিতাভকে, সেখানে চিকিৎসার পর মুম্বইয়ে ফেরেন অভিনেতা। আপতত সম্পূর্ণ বিশ্রামে তিনি। সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরুক সবার প্রিয় বিগ বি, প্রার্থনায় ভক্তরা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বায়োস্কোপ খবর

Latest News

পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.