রচনা-প্রসেনজিৎ জুটিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। টলিগঞ্জের অন্যতম ব্য়বসা সফল জুটি তাঁরা। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার ছবি। রচনার কথায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুধু তাঁর কো-স্টার নন, বন্ধু তথা গাইড। একবার এক অনুষ্ঠানে রচনা খানিক আফসোসের সুরেই বলেছিলেন, 'প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোনওদিন আমার প্রেমে পড়ল না'। যদিও পুরোটাই মজার ছলে। মনের মিল না হলেও দুই তারকার পছন্দের মিল কতখানি? সম্প্রতি তা ধরা পড়ল বুম্বাদার সাম্প্রতিকতম ইনস্টাগ্রাম রিলে।
নব্বই দশকে বাংলা ছবির পর্দা কাঁপানো এই জুটি একটি মজার খেলা খেললেন, ‘দিস অর দ্যাট’- এই চ্যালেঞ্জে অংশ নিলেন দুজনে। সেখানে নিজেদের পছন্দের অপশন বেছে নিতে দেখা গেল দুই তারকা। রচনার যেমন চা না হলে চলে না, তেমনই প্রসেনজিৎ-এর পছন্দ ব্ল্যাক কফি। রচনার ক্রিকেট ভালো লাগে, আর বুম্বাদা-র ফুটবল। নায়িকা সমুদ্রে ঘুরতে যেতে ভালোবাসেন, নায়কের পছন্দ পাহাড়। এত্তো অমিলের মাঝে মিলও রয়েছে দুজনের। পার্টি না করে দুজনেই বাড়িতে সময় কাটাতে ভালোবাসেন, পাশাপাশি ফোনে কথা বলতেই স্বচ্ছন্দ তাঁরা মেসেজ করাটা ঠিক পোষায় না।
লাল রঙা ওয়ান পিসে এই চ্যালেঞ্জ নিয়ে বছর ৪৭-এর রচনা। অন্যদিকে ষাট ছুঁইছুঁই বুম্বাদার দেখা মিলল ক্রিম রঙা কার্গো প্যান্ট, ব্লু টি-শার্ট আর শ্যাওলা সবুজ বোতাম খোলা শার্টে। রুক্মিনী মৈত্র এই ভিডিয়োর কমেন্ট বক্সে লিখেছেন, ‘খুব মিষ্টি’। ফ্যানেরাও প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন দুজনকে।
‘অপুর সংসার’-এ প্রসেনজিৎ-কে নিয়ে ঠিক কী বলেছিলেন রচনা?
শাশ্বত চট্টোপাধ্যায়ের টক শো ‘অপুর সংসার’-এ বছর কয়েক আগে উপস্থিত হয়েছিলেন রচনা। সেখানেই তিনি বলেন, 'কম করে ৩৫-৪০টা ছবিতে একসঙ্গে কাজ করেছি। তার পরেও এক বারও মনে হল না, রচনা ব্যানার্জির সঙ্গে একটু প্রেম করা যেতে পারে? প্রেমিক মানুষ তো, এটা মনে হয়নি। এটা আমার প্রশ্ন, রচনাকেও দেখতে সুন্দরী। কখনও মনে হয়নি রচনার হাত ধরে একটু ঘোরা যায়, একটু প্রেমালাপ করা যায়। অথচ ৩৫টা ছবিতে নায়ক-নায়িকা।’ উল্টো দিকে সঞ্চালকের আসনে বসে থাকা শাশ্বত তো হাঁ! বলা বাহুল্য, মজা করে এই কাণ্ড ঘটিয়েছেন রচনা তা বুঝতে অসুবিধা হয় না।
গত জুন মাসেই ‘দিদি নম্বর ১’-এর মঞ্চে শেষবার একফ্রেমে দেখা গিয়েছে প্রসেনজিৎ-রচনাকে। ‘আয় খুকু আয়’-এর প্রচারে হাজির হয়েছিলেন বুম্বাদা। সেখানে পছন্দে কো-স্টারের সঙ্গে একটি ভিডিয়ো পোস্ট করেন রচনা। যা দেখে সবার মন্তব্য, 'তোমাদের রসায়ন আজও সেরা'। আপতত বড়পর্দা থেকে দূরেই রয়েছেন রচনা, তবে ফ্যানেদের ইচ্ছা আবারও একফ্রেমে ধরা দিক এই প্রিয় জুটি। ইচ্ছেপূরণ কি হবে?