বাংলা সিনেমার অন্যতম পরিচিত মুখ অনামিকা সাহা। ত্রিশের কোঠায় পা দেওয়ার আগেই প্রায় সমবয়সী অভিনতাদের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। অভিনয়ের লোভ ছিল বরাবর। তাই মাত্র ২৯ বছর বয়সে মা-এর রোল লুফে নেন। ফ্যান-ভাত খেয়ে মোটা হয়েছিলেন শরীরে বয়সের ছাপ আনতে। কারণ বিয়ের পর পর্দায় রোম্যান্সে বাধ সাধে শ্বশুরবাড়ি। নায়িকা হওয়া যাবে না, অগত্যা প্রায় সমবয়সী কিংবা বয়সে বড় নায়কদেরও 'মা' হয়ে ওঠেন অনামিকা। এর জন্য কোনও আক্ষেপ নেই তাঁর। আরও পড়ুন-‘অপদার্থ একটা…কত বড় সাহস?’ ঘরভর্তি লোকের সামনেই প্রসেনজিৎকে শাসানি অনামিকার!
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়ের মা কিংবা শাশুড়ির চরিত্রে তুমুল জনপ্রিয়তা তাঁর। তারপরেও শঙ্কা ঘিরে ধরেছে তাঁকে। এই বয়সেও বড় পর্দা তাঁকে টানে। কাজ না থাকলে অবসাদে ভোগেন অনামিকা সাহা। বয়সের ভারে জর্জরিত, তবুও অভিনয়ের ডাক ফেরান না টলিউডের ‘বিন্দু মাসি’। জীবনের লম্বা পথ পেরিয়ে এসেছেন, মেয়ে চাকরিসূত্রে দিল্লিতে। অভিনয়ের টানেই মেয়ের সঙ্গে থাকেন না অনামিকা সাহা। টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, ‘আমি কাজ করতে করতেই চলে যেতে চাই। সৌমিত্র দার মতো, মঞ্চে থাকতে থাকতে আমি যেন মরতে পারি। শেষটা নিয়েই এখন বড্ড ভয় পাই, কী জানি, কী লেখা আছে। ঈশ্বর আমায় এইটুকু আশীর্বাদ করুক। আমি অভিনয় করতে ভালবাসি। অভিনয় ছাড়া থাকতে পারি না। বয়স হচ্ছে তো, তাই এখন শেষটা বড্ড বেশি ভাবায়’।
কিছুদিন আগে পর্দার ছেলে প্রসেনজিতের ডাকে নন্দনে অযোগ্যর স্পেশ্যাল স্ক্রিনিং-য়ে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানে ২৪ বছর আগের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবির দৃশ্য রিক্রিয়েট করে রীতিমতো ভাইরাল তিনি। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার বিনোদিনী রায়ের চরিত্রে অনামিকার অভিনয় আজও ভোলেনি বাঙালি সিনেপ্রেমীরা। জানলে হয়ত অবাক হবেন, বয়সে প্রসেনজিতের চেয়ে মাত্র ৬ বছরের বড় অনামিকা দেবী। আজ থেকে ২৪ বছর আগে যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ ছবিতে কাজ করেছিলেন তখন অনামিকার বয়স ছিল ৪৪ (অনামিকা সাহার জন্ম ১৯৫৬ সালের ২৬ নভেম্বর) এবং প্রসেনজিতের ছিল ৩৮। ক্যামেরার সামনে পর্দার ‘মা’কে প্রণাম করলেও, পর্দার আড়ালে ইয়ার্কি-মশকরার সম্পর্ক দুজনের।
অনামিকা সাহার বয়স বর্তমানে ৬৬ বছর। 'চক্রবূহ্য' ছবিতে খুব শিগগির মাফিয়া কুইনের ভূমিকায় দেখা যাবে অনামিকাকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই মুক্তি পাবে শুভদীপ চক্রবর্তীর এই ছবি।