বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: সিন্নি মেখেছেন প্রসেনজিৎ, অর্পিতা সাজিয়েছেন ঠাকুরের আসন! বুম্বাদার পুজোয় আর কী হল?

Prosenjit Chatterjee: সিন্নি মেখেছেন প্রসেনজিৎ, অর্পিতা সাজিয়েছেন ঠাকুরের আসন! বুম্বাদার পুজোয় আর কী হল?

আগের এক লক্ষ্মীপুজোয় প্রসেনজিৎ আর অর্পিতা। সেই ছবি হঠাৎ ভাইরাল।

প্রতিবার লক্ষ্মীপুজোয় নিজের হাতে সিন্নি মাখেন প্রসেনজিৎ। আর রাতে বোন পল্লবীর বাড়িতে যান ভোগ খেতে। এবারেও অভিনেতাকে পাওয়া গেল উৎসবের মেজাজে।

রবিবারের লক্ষ্মী আরাধনা কোন তারকার বাড়িতে কেমন করে হল এখন শুধু সেটা নিয়েই আলোচনা। আসলে একে তো ছুটির দিন, তারওপর ধনদেবীর আরাধনা বড় করে করার সুযোগ পেয়েছে বাঙালি প্রায় বছর দুই পর। একটু বেশি মাতামাতি তো হবেই। আর তারপর যদি সোশ্যাল মিডিয়ায় এমন একটা ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় নিজের হাতে সিন্নি মাখছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’, তাহলে আলোচনাটা আরও বেড়ে যায় বৈকি।

এক ছবিতে দুধসাদা কুর্তা-পাঞ্জাবিতে দেখা মিলল প্রসেনজিতের। পাশে অর্পিতা পরেছেন লাল রঙের শাড়ি। দম্পতি নিজেরাই হাত লাগিয়েছেন পুজোর কাজে। ঠাকুরের আসন সাজিয়েছেন অভিনেত্রী। আর প্রসেনজিৎ বেশ যত্ন নিয়ে ময়দা, দুধ, চিনি, রাবড়ি, সন্দেশ, কাজু, কিশমিশের মতো সুস্বাদু উপকরণ দিয়ে মাখছেন সিন্নি।   আরও পড়ুন: ৬০খানা লুচি একাই ভেজেছে গুনগুন, লক্ষ্মীপুজোর ভোগে আর কী ছিল নীল-তৃণার বাড়িতে?

শুধু সিন্নি মাখা নন, লক্ষ্মীর কাছে পুষ্পাঞ্জলি দিচ্ছেন, দাঁড়িয়ে থেকে যজ্ঞ দেখছেন। এককথায়, চট্টোপাধ্যায় বাড়িতে বেশ ভক্তিভরেই পুজো হচ্ছে। রবিবারও ঠাকুরের সামনে দীর্ঘক্ষণ জোর হাতে দেখা গেল তাঁকে দাঁড়িয়ে থাকতে।

কিন্তু এর পরেই উঠে এসেছে আসল কথা। এই ছবি নাকি বেশ পুরনো। এটি এ বছরেরই ছবিই নয়। লক্ষ্মীপুজোর সময়ে পুরনো ছবি ভাইরাল হয়ে গিয়েছে। তবে এবারেও চট্টোপাধ্যায় বাড়িতে লক্ষ্মীপুজো হয়েছে বলেই শোনা গিয়েছে। যদিও ভাইরাল হওয়া ছবিগুলি এবারের নয়। 

লক্ষ্মীপুজোয় প্রসেনজিতের আরেক বাধাধরা রেওয়াজ হচ্ছে রাতে বোন পল্লবীর বাড়িতে যাওয়া। পল্লবী নিজের হাতে ভোগ রান্না করেন। আর সেই খিচুরি আর বড়িভাজা কখনও মিস করেন না বুম্বাদা। অভিনেতার বোনের কথায়, ‘সবাই বলে দাদা নাকি খায় না। তবে পছন্দের খাবার হলে কিন্তু গুছিয়ে খায়। যেমন প্রতিবার ভোগ চেখে দেখে ও। আসলে মানুষটা খায়ই কম’!

 

বন্ধ করুন