প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) এখন কলকাতা মুম্বই প্রায়শই যাতায়াত করেন। কিছুদিন আগেই তাঁর নতুন ওয়েব সিরিজ জুবিলি (Jubilee) মুক্তি পেয়েছে। তাঁর সেই কাজ বহুল প্রশংসিত হয়েছে। এখন আরব সাগর পাড়ে কোনও অনুষ্ঠান হলেই তাতে দেখা যায় 'বাংলা ইন্ডাস্ট্রি' বুম্বাদাকে। তবে বাংলা ইন্ডাস্ট্রিতে তাঁকে নিয়ে যে ভাবনা প্রচলিত আছে যে তিনি নাকি স্রেফ দই এবং শসা খান সেই ধারণা কিন্তু এখন পাল্টে যাওয়ার জোগাড়! এটা মুম্বই এফেক্ট কিনা বলা যাচ্ছে না যদিও!
হামেশাই মুম্বই যাতায়াত করার ফলে একদিন কাজের ফাঁকে পূজা বন্দ্যোপাধ্যায়ের (Puja Banerjee) বাড়ি গিয়েছিলেন প্রসেনজিৎ। অভিনেত্রী তাঁকে নিজের হাতে রান্না করে খাওয়ানও। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভোলেন না তিনি। সেখানে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টেবিলে বসে আছেন তাঁর সামনে এক বাটি ভাত এবং মাছ রাখা। কিন্তু হঠাৎ কী উপলক্ষ্যে এই আয়োজন করলেন পূজা?
আসলে পূজা এবং প্রসেনজিৎ দুজনে একটি ছবিতে জুটি বাঁধতে চলেছেন। তাঁদের একত্রে রাজা চন্দের একটি ছবিতে দেখা যাবে। অনেক ধরেই বাংলায় কোনও কাজ করেননি পূজা। এতদিনের বিরতি কাটিয়ে প্রসেনজিতের সঙ্গে আবার বাংলার পর্দায় ফিরতে চলেছেন তিনি। ফলে সেই আনন্দেই আর কী মশগুল নায়িকা। তিনি যে ছবি পোস্ট করেছেন সেখানে পূজার বেটার হাফ কুণাল বর্মা সহ মোনালিসা ছিলেন। অভিনেত্রী এই ছবি পোস্ট করে লেখেন, 'আমার বাড়িতে তুমি এসেছ বলে খুব খুশি। তোমায় আপ্যায়ন করতে পেরে আমি ধন্য হলাম। এরপরের বার আরও বেশি রান্না করে খাওয়াতে চাই তোমায়।'
পূজা এবং প্রসেনজিৎ ছাড়াও রাজা চন্দের এই ছবিতে থাকবেন বাংলাদেশি অভিনেতা সিয়াম আহমেদ, আয়ুশি তালুকদার, প্রমুখ। এই ছবির প্রযোজনা করেছেন শ্যামসুন্দর দে। এখন নাম ঠিক না হলেও জানা গিয়েছে এটি একটি বিনোদন মূলক হালকা মেজাজের ছবি হতে চলেছে।