বাংলা নিউজ > বায়োস্কোপ > 'এই প্রথম প্রতিক্রিয়া দিতে পারব না', অভিষেকের মৃত্যুতে বাকরুদ্ধ প্রসেনজিৎ

'এই প্রথম প্রতিক্রিয়া দিতে পারব না', অভিষেকের মৃত্যুতে বাকরুদ্ধ প্রসেনজিৎ

অভিষেক-প্রসেনজিৎ

সহকর্মীর আকস্মিক প্রয়াণে বাকরুদ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

কোনও কোনও সকালে অন্ধকার নেমে আসে। বৃহস্পতিবার সক্কাল সক্কল তেমনি মেলে দুঃসংবাদ। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। বুধবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র ৫৮ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান অভিনেতা। বুধবার রাত ১টা ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তাঁর আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, 'একের পর এক মৃত্যু দেখছি আর প্রতিক্রিয়া দিয়ে চলেছি। কিন্তু অভিষেকের খবরটা সকালে শোনার পর এই প্রথম সংবাদমাধ্যমকে জানাচ্ছি,আজ আমি প্রতিক্রিয়া দিতে পারব না। ওর বিয়েতে আমি ছিলাম বরকর্তা। সেই দিনটার কথা আজ মনে পড়ছে। ওর সঙ্গে যা কিছু ভাল স্মৃতি সেটাই রেখে দিতে চাই। এর থেকে বেশি আমি আর কোনও শব্দ ব্যবহার করতে পারছি না।'

অতীতে প্রসেনজিৎ আর অভিষেকের অত্যন্ত সুসম্পর্ক ছিল। বহু ছবিতে দুই তারকা একসঙ্গে কাজ করেছেন। পরস্পরের পারবিবারিক অনুষ্ঠানেও হাজির হতেন বলেই শোনা যায়। কিন্তু পরে এই সম্পর্কে ফাটল ধরে। তবে অভিষেক নাম না করে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার বিরুদ্ধেও। যদিও এই অভিযোগের কোনও জবাব কখনও দেননি প্রসেনজিৎ।

জানা গিয়েছে, গত দশ-বারো দিন ধরে পায়ের শিরায় অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। তার মধ্যেই একটি বাংলা চ্যানেলে জিতের হোস্ট করা শো-তে নিয়মিত যাচ্ছিলেন। পারবারিক বন্ধু ও অভিনেতা কৌশিককে জানিয়েছিলেন একগাদা ওষুধ খেতে হচ্ছিল নিয়মিত। পরশু যন্ত্রণা আরও বাড়ে। তা স্বত্ত্বেও কাল ফ্লোরে যান। কাজ করতে পারেননি। চ্যানেলের লোকেরাই ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে। বাড়ির লোকের হাজার অনুরোধেও হাসপাতাল যেতে চাননি। বাড়িতেই অক্সিজেন আনা হয়। ওষুধ দেওয়া হয়। মাঝ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে যান না ফেরার দেশে।

গত দু’দশকেরও বেশি সময় ধরে টলিউডে নায়কের ভূমিকায় দেখা মিলেছিল অভিষেক চট্টোপাধ্যায়ের। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো অভিনেতাদের পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রির হাল ধরেছিলেন তিনিও। অভিষেকের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড।

 

বায়োস্কোপ খবর

Latest News

'খুন করতে যাইনি, খালি...' সলমনের বাড়ির সামনে গুলি, ধরা পড়তেই সাফাই ২ অভিযুক্তর ‘অবৈধ ভাবে’প্রবেশ,আটক ভারতীয় নাগরিককে দেশে ফেরানোর আগেই মার্কিন হাসপাতালে মৃত্যু সিকিম ও অসমের ওপরে আছে ২টি ঘূর্ণাবর্ত, তাপপ্রবাহের থেকে রেহাই পাবে বাংলা? মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল দ্বিতীয় বিবহবার্ষিকীর পর ‘ঝড়’ জীবনে? ইনস্টাগ্রামে কীসের ইঙ্গিত দিলেন আলিয়া কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৮ এপ্রিলের রাশিফল ফের গুলির আওয়াজে তটস্থ ভাটপাড়া, জখম তৃণমূল সমর্থক, অভিযোগের তিরে বিদ্ধ পদ্ম

Latest IPL News

কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের ‘চক দে ইন্ডিয়া’র মুহূর্ত ফেরালেন শাহরুখ, মুষড়ে পড়া KKR-কে করলেন অনুপ্রাণিত বিদ্যুৎ গতির স্টাম্প, শূন্যে উড়ে দুর্ধর্ষ ক্যাচ, GT-কে ১০০ টপকাতে দিলেন না পন্ত IPL-এ ঝড় তুলেও বিশ্বকাপে ডাক পাবেন না রিয়ানরা! সামনে এল সম্ভাব্য ভারতীয় স্কোয়াড

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.