বাংলা নিউজ > বায়োস্কোপ > সান্তাকে নিয়ে ছেলে মিশুকের সঙ্গে নাচ, বড়দিনের মজা চেটেপুটে উপভোগ করল প্রসেনজিৎ

সান্তাকে নিয়ে ছেলে মিশুকের সঙ্গে নাচ, বড়দিনের মজা চেটেপুটে উপভোগ করল প্রসেনজিৎ

ছেলের সঙ্গে বড়দিনের রিলস বানালেন প্রসেনজিৎ। 

বড়দিনে সান্তাবুড়োর সঙ্গে জমিয়ে নাচলেন প্রসেনজিৎ ও তাঁর ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়। দেখুন ভিডিয়ো--

বড়দিনে আলোয় সেজেছে গোটা শহর। করোনার ভ্রুকুটির মাঝেই উৎসবের আমেজে মেতেছিল গোটা শহর। বাদ যাননি তারকারাও। প্রায় প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন তাঁদের বিশেষ মুহূর্ত। সেরকমই এক পোস্ট এল ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফ থেকে।

বুম্বাদা একটি ভিডিয়ো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সবার প্রিয় সান্তাবুড়োর সঙ্গেই তিনি মেতেছেন বড়দিনের উদযাপনে। সঙ্গ দিলেন ছেলে তৃষাণজিৎও। অবনেকদিন ধরেই মিশুককে দেখা যাচ্ছে বাবার সঙ্গে। কখনও চলচ্চিত্র উৎসবে কখনও আবার ছবির প্রিমিয়ারে হাজির হচ্ছেন তৃষাণজিৎ।

প্রসেনজিতের শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল, মাথায় লাল টুপি পরে সান্টা আর ছেলের সঙ্গে নাচ করছেন। পিছনে ক্রিসমাস ট্রি সাজানো হয়েছে সবুজ রঙের টুনি লাইট দিয়ে। আর প্রসেনজিৎকে এভাবে দেখেই মন ভরে গিয়েছে নেটিজেনদের। বাড়িতে যে তিনি তারকার খোলস ছেড়ে বেরিয়ে আসেন তা এই ভিডিয়োই স্পষ্ট করে দেয়। বাবা-ছেলের রসায়নও এই ভিডিয়োর সবচেয়ে বড় আকর্ষণ।

মনে করা হচ্ছে, সম্ভবত বাবার পথেই হাঁটবেন তৃষাণজিৎ। লম্বায় ইতিমধ‍্যেই বাবাকে ছাড়িয়ে গিয়েছেন। মাসকয়েক আগেই ছেলের প্রসঙ্গে প্রসেনজিৎ জানিয়েছিলেন, এখনও পর্যন্ত অভিনয় নিয়ে আগ্রহ তৈরি হয়নি ছেলের মধ‍্যে। বরং ফুটবলের দিকে বেশি ঝোঁক মিশুকের। লন্ডনে পড়াশোনা করছেন তৃষাণজিৎ। ভারতীয় ফুটবল দলে খেলতে চান। তৃষাণজিৎ যদি সিনেমায় আসতে চান তাহলেও খোলা মনে স্বাগত জানাবেন।

বাবা-ছেলের ভিডিয়ো তো সকলের মন জয় করলই, এবার কি তবে পরদাতও আসবেন একসঙ্গে তাঁরা? এই উত্তর অবশ্য সময়ের হাতেই ছেড়ে দিতে হবে।

 

বন্ধ করুন