আর জি করের ৩১ বছর বয়সী তরুণী চিকিৎসকের নৃশংসভাবে খুন ও ধর্ষণের ঘটনায় গর্জে উঠেছে গোটা শহর। প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে বিশ্বের নানান প্রান্তে। এই পরিস্থিতিতে হাত-পা গুটিয়ে ঘরে বসে থাকতে পারলেন না টলিউড ‘ইন্ডাস্ট্রি’। নির্যাতিতার সুবিচারের দাবিতে মোমবাতি হাতে পথে নামলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
মেয়েদের রাত দখলের রাতে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছিলেন টলিউডের বহু তারকা, বৃহস্পতিবার রাতে আরজি করের সামনেও প্রতিবাদ জানান সৃজিত, শোভন-সোহিনী-বিদিপ্তারা। শুক্রবার সত্যের দাবিতে সরব হয়ে মিছিলে পা মেলালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীরা এদিন আর জি করের ঘটনায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে, সেখানেই পা মেলালেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়। সঙ্গ দিলেন অরিন্দম শীল, টোটা রায়চৌধুরীরা।
এদিন সাদা পোশাকে বুকে কালো ব্যাচ সেঁটে রাস্তায় হাঁটতে দেখা গেল বুম্বাদাকে। হাতে মোমবাতি। চোখে কালো চশমা। পাশে তাঁর আপ্ত সহায়ক মোহর ওরফে ঐন্দ্রিলা। দু-দিন আগে সোশ্যাল মিডিয়ায় আর জি কর নিয়ে সরব হয়েছিলেন প্রসেনজিৎ। তিনি লিখেছিলেন, ‘আরজি করে ঘটা ঘৃণ্য ঘটনায় আমি মর্মাহত। আমার চেতনা ও প্রার্থনা ওঁর পরিবারের প্রতি রয়েছে। এই অপূরণীয় ক্ষতির তো কোনও ক্ষমা নেই। যে কষ্টের মধ্যে দিয়ে ওঁর প্রিয়জনেরা যাচ্ছেন সেই কষ্ট শেষ করার মতো আমার কাছে কোনও শব্দ নেই। হ্যাঁ, আমিও ন্যায়বিচারের দাবি করছি। আমাদের সকলের একজোট হতে হবে। সত্যি যাতে সামনে আসে তা দেখতে হবে। চলুন সবাই এক হই। নির্যাতিতার বিচার চাই। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটতে পারে।’
যদিও এই ইনস্টাগ্রাম পোস্টের জন্য কম কটাক্ষের মুখে পড়তে হয়নি বুম্বাদা-কে। নেটিজেনদের কেউ লেখেন, ‘দাদা এতদিনে ঘুম ভাঙল?’ কেউ আবার লেখেন, ‘এতদিনে পিসি অনুমতি দিল পিসি?’
আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের রোষের মুখে টলিউডের তারকারা। রচনা থেকে ঋতুপর্ণা রেহাই পাননি কেউই। ব্যতিক্রম নন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। যদিও এই নিয়ে পালটা জবাব দেননি নায়ক। তবে আরজি কর নিয়ে সফট টার্গেট করা হচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিকে, এমনটাই দাবি পরিচালক রাজ চক্রবর্তীর।
ওদিকে আজ অর্থাৎ শুক্রবার আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিটি সেন্টার এলাকার মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গেল সিবিআই। এই আবহে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার দুপুরে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন তিনি। এখান থেকেই সিপিএম–বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী।