বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee on Satyajit Ray: 'দরজাটা খুললেন মানিক জেঠু', সত্যজিতের জন্মবার্ষিকীতে বিশেষ পোস্ট প্রসেনজিতের

Prosenjit Chatterjee on Satyajit Ray: 'দরজাটা খুললেন মানিক জেঠু', সত্যজিতের জন্মবার্ষিকীতে বিশেষ পোস্ট প্রসেনজিতের

সত্যজিতের জন্মবার্ষিকীতে বিশেষ পোস্ট প্রসেনজিতের

Prosenjit Chatterjee on Satyajit Ray: আজ সত্যজিৎ রায়ের জন্মদিন। এটা তাঁর ১০২ বছরের জন্মবার্ষিকী। আর সেই বিশেষ দিন উপলক্ষ্যে সত্যজিৎ রায়কে নিয়ে স্মৃতিচারণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কী জানালেন অভিনেতা?

সত্যজিৎ রায় (Satyajit Ray), বাঙালির মননে, আত্মায় একাত্ম হয়ে যাওয়া একটি নাম। তাঁর লেখনী থেকে ছবি সবটাই বাঙালির ভাবনার, শেখার রসদ। রুপোলি পর্দার সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে আছেন তিনি। তৈরি করে গিয়েছেন একাধিক অমর সৃষ্টি। মূল ধারার স্রোতের বিপরীতে হাঁটার সাহস করেছিলেন তিনি। পেয়েছিলেন সাফল্য। তাঁর অনন্য কীর্তিতে বাংলার, বাঙালির সাহিত্য সংস্কৃতির ভান্ডার আজ পরিপূর্ণ। তিনি আক্ষরিক অর্থেই আমাদের সবার কাছে 'মানিক।'

আজ সত্যজিৎ রায়ের জন্মদিন (Satyajit Ray's Birthday)। তাঁর ১০২ জন্মবার্ষিকীতে তাঁর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের স্মৃতিচারণ করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। তাঁর কথায় উঠে এল অনেক অজানা গল্প।

সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই তাঁকে বলতে শোনা যায়, 'এই মহান মানুষটিকে নিয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। আমার শ্রদ্ধা আমার প্রণাম। একটা ছোট্ট ঘটনা আমি বলতে চাই, সেটা ভীষণ ব্যক্তিগত। যে বাড়িটায় ঢুকতে প্রচুর মানুষ ভয় পায়, ঠিক সেভাবেই ভয় পেয়ে আমিও গিয়েছিলাম সেখানে আমার বোনের বিয়ের একটা কার্ড দিতে। তখন আমার ১৬ কি ১৭ বছর বয়স। আমি বেল মারলাম। দরজাটা খুললেন মানিক জ্যেঠু, মানে অবশ্যই আমাদের শ্রদ্ধেয় সত্যজিৎবাবু। আমি ভেবেছিলাম, কার্ডটা মানিক জ্যেঠু দরজা থেকেই নিয়ে নেবেন। আমার বোনের বিয়ে, আমি নেমতন্ন করলাম, তারপরেই আমি বেরিয়ে আসব। উনি আমায় ভিতরে নিয়ে গেলেন, জল খাওয়ালেন, কথা বললেন। এবং সেই কথাগুলো সিনেমা সংক্রান্ত নয়। একেবারে ব্যক্তিগত কথা। মা কেমন আছেন বোন কেমন আছেন, কী হচ্ছে। পরে, আজ যখন সেই ঘটনার কথা মনে করি, তখন বুঝতে পারি কেন তিনি অন্যতম সেরা একজন পরিচালক। উনি বোধহয় আমার মনের অবস্থাটা বুঝতে চেয়েছিলেন। একটা ১৭ বছরের ছেলে একা এসে তাঁর বোনের বিয়ের নিমন্ত্রণ পত্র দিচ্ছে। সেই সময়ে দাঁড়িয়ে, ওঁর ওই সময়টুকু আমার কাছে একটা বিশাল অনুপ্রেরণা ছিল। আসলে এঁরা এত বড় মাপের মানুষ, এত বড় মাপের পরিচালক এইজন্যেই। ওঁরা ভিতরটা বুঝতে পারেন একটা মানুষের। তখন বুঝিনি। তখন এটা আমার কাছে উত্তেজনা। পরবর্তীকালে বুঝেছিলাম, মানুষটা ওইটুকু সময় যে আমায় দিলেন, পনের, কুড়ি মিনিট। সেটা যেন আসলে আমাকে কোথাও একটা অদ্ভূত শক্তি জোগালেন। আপনাকে আমার প্রণাম, শ্রদ্ধা.... সবসময়।'

এই ভিডিয়োর সঙ্গে তিনি একটি ক্যাপশন যোগ করেন। সেখানে বুম্বাদা লেখেন 'মানিক জেঠু আমাদের মনে চির-উজ্জ্বল। উজ্জ্বল তাঁর সৃষ্টি ও স্মৃতি। আগামীকাল, ২রা মে সত্যজিৎ রায়ের জন্মবার্ষিকী। কিছু বিশেষ স্মৃতি আজ ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে'।

তাঁর পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অভিনেতা ইন্দ্রাশিস রায়কে কমেন্ট করতে দেখা যায় এখানে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মহম্মদ ইউনুসের ‌মন্তব্যের তুমুল সমালোচনার জের, বরখাস্ত বাংলাদেশের ম্যাজিস্ট্রেট চাঁদের গৃহে মঙ্গলের প্রবেশ, ৪ রাশির জন্য আলোর উৎসব দীপাবলি আনবে সমৃদ্ধির জোয়ার ইঙ্গিত দিয়েছিলেন আগেই, দুই থেকে তিন হচ্ছেন, খুশির খবর জানালেন অক্ষর প্যাটেল চাকরি ছাড়েননি, শুধু ডিউটি করবেন না, ‘গণইস্তফা’ আরজি করের সিনিয়র ডাক্তারদের! ২৭ বছর পরে এমন সাফল্য, মুম্বইয়ের রাস্তায় ট্রফি হাতে রাহানে-সরফরাজদের উত্তাল নাচ নিউ ইয়র্কের গিয়েও মহা বিড়ম্বনায়! সেখানেও সেই 'হাওয়াই চটি'ই ভরসা গায়িকা সঞ্চিতার ঢোল-তাসা-স্লোগানে টিম ইন্ডিয়াকে স্বাগত জানাল দিল্লি! আনন্দে নেচে উঠলেন সূর্য ডায়মন্ডহারবার পুলিশ জেলার ডগ স্কোয়াড আরও শক্তিশালী, নতুন দুই সদস্যের নাম কী? অক্টোবর ৫ রাশির জন্য হতে চলেছে সৌভাগ্যর, লক্ষ্মীর কৃপায় এরা ধন সম্পদে হবে সমৃদ্ধ ‘সব জায়গায় ধর্ষকরা তৃণমূলের লোক’

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.