জি বাংলায় ফিরতে চলেছে সারেগামাপা। নতুন রূপে, নতুন ভাবে আসছে এই শো। আগামী রবিবার, ২ জুন থেকে সম্প্রচার শুরু হবে এই রিয়েলিটি শোয়ের। ইতিমধ্যেই চ্যানেলের তরফে টুকটুক করে প্রকাশ্যে আনা হচ্ছে গ্র্যান্ড ওপেনিংয়ের ঝলক। আর সেখান থেকেই কী জানা গেল?
আরও পড়ুন: শুভর কণ্ঠে রফির গানে মেতে উঠল সুপারস্টার সিঙ্গারের মঞ্চ, মুগ্ধ নেহা সহ মেন্টররা কী করলেন?
সারেগামাপার নতুন প্রোমো
জি বাংলার তরফে সারেগামাপার নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। আর সেখানেই দেখা যাচ্ছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অযোগ্য জুটি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁরা সারেগামাপার মঞ্চে এদিন যেমন একদিকে প্রতিযোগীদের গান শুনবেন, তেমনই প্রচার করবেন তাঁদের ছবির। কিন্তু কার গানে মুগ্ধ হবেন তাঁরা সেটারই ঝলক দেখা গেল এদিন।
আরও পড়ুন: আবারও কি হৃতিকের সঙ্গে কাজ করবেন? জল্পনা বাড়িয়ে আমিশা বললেন, 'বক্স অফিস যখন ৬০ কোটির বেশি...'
এবার সারেগামাপায় অংশ নিচ্ছেন রাসবিহারীর সত্যজিৎ। তাঁর গানে মুগ্ধ হবেন প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা। তবে কেবল সত্যজিৎ নন। এদিন থাকবেন মোট ৩১ জন প্রতিযোগী। তাঁদের সকলের গানের বিচার করবেন ৮ বিচারক এবং ২ বিশেষ অতিথি। একই সঙ্গে আগের বিভিন্ন সিজনের একাধিক প্রতিযোগীরাও থাকবেন। তাঁরাও গান শোনাবেন। নাচে, গানে জমে উঠবে সারেগামাপার গ্র্যান্ড ওপেনিং। আগামী রবিবার রাত সাড়ে আটটা থেকে দেখা যাবে সেই শো।
আরও পড়ুন: শীঘ্রই শিখরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন জাহ্নবী? বিয়ের গুঞ্জন রটতেই বললেন, 'এই মুহূর্তে আমি...'
সারেগামাপা প্রসঙ্গে
জি বাংলায় দাদাগিরি ১০ শেষ হওয়ার পর বর্তমানে সারেগামাপা লেজেন্ডস চলছে। সেই শোয়ের সঞ্চালক হিসেবে আছেন অনির্বাণ ভট্টাচার্য। বিভিন্ন খ্যাতনামা গায়করা এখানে পারফর্ম করছেন। আগামী রবিবার থেকে এটির জায়গায় আসছে সারেগামাপা। রবিবার রাত সাড়ে আটটা থেকে শুরু হবে এবারের সিজনের গ্র্যান্ড ওপেনিং। সঞ্চালক হিসেবে থাকবেন আবির চট্টোপাধ্যায়। বিচারকের আসনে থাকবেন শান্তনু মৈত্র, জাভেদ আলি, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায়, প্রমুখ। এবার মোট ৮ জন বিচারক থাকবেন, তাঁরা দুজন মিলে জুটি বেঁধে মোট ৪টি দল বানাবেন।