বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: ৬১-তে নতুন ইনিংস বুম্বাদার! বলিউডে ফিরলেন ১৩ বছর পর, ‘জুবিলি’র ঝলকে একঝাঁক চমক

Prosenjit Chatterjee: ৬১-তে নতুন ইনিংস বুম্বাদার! বলিউডে ফিরলেন ১৩ বছর পর, ‘জুবিলি’র ঝলকে একঝাঁক চমক

আসছে জুবিলি

Jubilee: ফের বলিউডে বুম্বাদা! প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। প্রকাশ্য়ে ‘জুবিলি’র ঝলক। 

তিনি টলিগঞ্জের ‘ইন্ডাস্ট্রি’। বাংলা ছবিকে ১০০% উজার করে দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কেরিয়ারের শুরুতে বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করলেও আরব সাগর পারে লম্বা সময় ধরে কাজ করতে আগ্রহ দেখাননি বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পুত্র। এই জেনারেশন প্রসেনজিৎ-কে ‘সাংহাই’ ছবিতে ইমরান-কালকিদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখেছে। তাও প্রায় এক দশক আগে। ১১ বছর পর একদম নতুন অবতারে বলিউডে বুম্বাদা।

৬১ বছর বয়সে কেরিয়ারের নতুন ইনিংস শুরু করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে কাজ করলেন তিনি, আমাজন প্রাইম ভিডিয়ো ওয়েব সিরিজ ‘জুবিলি’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বাংলার এই সুপারস্টার। বিক্রমাদিত্য মোটওয়ানে ও সৌমিক সেনের প্রযোজনায় তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ, যেখানে উঠে আসবে হিন্দি সিনেমার স্বর্ণযুগের গল্প। ১০ এপিসোডের এই সিরিজ পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোটওয়ানে।

প্রসেনজিতের পাশাপাশি এই সিরিজে অভিনয় করছেন অদিতি রাও হায়দারি, অপারশক্তি খুরানা, ওয়ামিকা গাব্বি, সিদ্ধান্ত গুপ্ত, নন্দিশ সান্ধু এবং রাম কাপুরের মতো অভিনেতারা। ফিল্ম ইন্ডাস্ট্রির চাকচিক্যের পিছনের গল্পটা ঠিক কেমন হয়? সেটাই ফুটে উঠবে এই পিরিয়ড ড্রামায়। প্রেম,সম্পর্কের টানাপোড়েন, লাইমলাইটে টিকে থাকবার তাগিদ, গ্ল্যামার জগতে নিজের পরিচিতি গড়ার চেষ্টা, ঈর্ষা, বিদ্বেষ, রেষারেষি-- সবই উঠে আসবে ‘জুবিলি’তে। হিন্দি সিনেমার চার ও পাঁচের দশককে এই সিরিজে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রসেনজিতের কথায়, ‘সেইসময়কার কাহিনি যখন সিনেমায় তোমার স্বপ্ন বিক্রি হত’। 

আরও পড়ুন-'৭৫-এ বিছানায় সক্ষম' মন্তব্য নিয়ে তসলিমার খোঁচা, পালটা জবাব কবীর সুমনের

পরিচালক বিক্রমাদিত্য মোটওয়ানের কথায়, ‘যদিও হিন্দি সিনেমার একটা বিশেষ সময়কাল উঠে আসবে এই সিরিজে, কিন্তু দিনের শেষে এটা একটা মানবিক সম্পর্কের গল্প। এই গল্পের ন্যারেটিভের সঙ্গে সকলে একাত্ম হতে পারবেন’। ‘জুবিলি’ সিরিজে বেজায় স্টাইলিশ অবতারে ধরা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। চোখে দামি চশমা ও পরনে স্যুট, হিরোসুলভ অ্যাটিটিউড। এপ্রিল মাসে আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং শুরু হবে ‘জুবিলি’র। ৭ এপ্রিল সিরিজের প্রথম পাঁচটি এপিসোড সম্প্রচারিত হবে। পরবর্তী এপিসোডগুলি ১৪ এপ্রিল থেকে দেখা যাবে বলে জানিয়েছে প্রাইম ভিডিয়ো। 

সদ্যই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ অভিনীত ‘শেষ পাতা’ ট্রেলার। সেখানে এক প্রৌঢ় লেখকের চরিত্রে অভিনয় করছেন বুম্বাদা। নতুন বাংলা বছরে মুক্তি পাবে অতনু ঘোষ পরিচালিত এই ছবি। 

বন্ধ করুন
Live Score