বাংলা নিউজ > বায়োস্কোপ > Trishanjit Chatterjee: প্রেমে মজেছেন প্রসেনজিৎ পুত্র? জন্মদিনে বিশেষ মানুষের ছবি সামনে আনলেন তৃষাণজিৎ!

Trishanjit Chatterjee: প্রেমে মজেছেন প্রসেনজিৎ পুত্র? জন্মদিনে বিশেষ মানুষের ছবি সামনে আনলেন তৃষাণজিৎ!

মিশুকের জীবনে প্রেমের বসন্ত

Trishanjit Chatterjee: ‘বিশেষ মানুষ’-এর সঙ্গে পরিচয় করালেন প্রসেনজিৎ-অর্পিতা পুত্র। ১৮তম জন্মদিনে কার সঙ্গে ছবি পোস্ট করলেন এই তারকা পুত্র? 

নতুন বছরে একের পর এক তারকা সন্তানের প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছে বলিউডে। এবার সেই প্রেমের বসন্ত টলিউডেও! প্রসেনজিৎ পুত্র তৃষাণজিৎ নাকি প্রেম করছেন, এমনই কানাঘুষো টলিপাড়ায়। গত ৬ই জানুয়ারি ছিল প্রসেনজিৎ-অর্পিতা পুত্র তৃষাণজিৎ (মিশুক)-এর ১৮তম জন্মদিন। এদিন আক্ষরিক অর্থে প্রাপ্তবয়স্ক হল মিশুক। আর এইদিনই সোশ্যাল মিডিয়ায় ‘বিশেষ মানুষ’-এর ছবি প্রকাশ্যে এনে সকলকে চমকে দিলেন তৃষাণজিৎ।

আবহাওয়া জানান দিচ্ছে তিলোত্তমায় ভরা শীত, কিন্তু তৃষাণজিৎ-এর মনে বসন্তের রঙ লেগেছে। ১৮তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ঢালাও শুভেচ্ছা পেয়েছেন তারকা পুত্র। সেইসব উইশের মধ্যে থেকে এক বিশেষ মানুষের শুভেচ্ছা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন তৃষাণজিৎ। ছবিতে বান্ধবীর সঙ্গে মিরর সেলফিতে ধরা দিলেন এই স্টার কিড। বাবার মতোই সুদর্শন মিশুক, লম্বায় প্রসেনজিৎ-কে ছাপিয়ে গিয়েছেন অনেকদিন আগেই। শুভেচ্ছা বার্তায় মিশুকের উদ্দেশে তাঁর বান্ধবী লেখেন, ‘আমার প্রিয়কে জানাই জন্মদিনের শুভেচ্ছা’। জবাবে প্রসেনজিৎ পুত্র লেখেন, ‘স্পেশাল ওয়ান’, সেই সঙ্গে জুড়ে দেন চুমুর ইমোজিও।

<p>তৃষাণজিৎ-এর জীবনে নতুন বসন্ত? </p>

তৃষাণজিৎ-এর জীবনে নতুন বসন্ত? 

ব্যাস, তাতেই শুরু হইচই। তৃষাণজিৎ-এর বান্ধবীর নাম লিতিকা প্রসাদ (Litica Prasad)। ইনস্টায় পরস্পরকে ফলো করেন তাঁরা। এই লিতিকাই কি হবে প্রসেনজিৎ-এর হবু পুত্রবধূ? অন্তত তৃষাণজিৎ-এর ইনস্টাগ্রাম স্টোরি তেমনটাই বলছে!

প্রসঙ্গত, ছেলের জন্মদিনে গ্র্যান্ড পার্টির আয়োজন করেছিলেন বুম্বাদা। এদিন তৃষাণজিতের উদ্দেশে আদুরে শুভেচ্ছা বার্তাও লেখেন তিনি। ছেলের সঙ্গে কেক কাটার ভিডিয়ো শেয়ার করে লেখেন- 'অনেক অনেক ভালোবাসা, আশীর্বাদ সবসময় আছে… খুব ভালো থাকিস।’

আরও পড়ুন-সর্বাণীর সিঁথি রাঙালো কালী ভক্ত ‘রামপ্রসাদ’, জলসায় আসছে সব্যসাচীর নতুন মেগা

প্রসেনজি-অর্পিতা পুত্র মিশুক দেখতে হিরোর চেয়ে কম নয়। যদিও অভিনয়ের জগতে পা দেওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। প্রসেনজিৎ-অর্পিতা শুরু থেকেই বলে এসেছেন মিশুকের যাবতীয় আগ্রহ ফুটবুলে। মেসির অন্ধভক্ত সে। বিদেশে পড়াশোনার পাশাপাশি ফুটবল প্র্যাক্টিস করে সে। দিন কয়েক আগে ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবির গানে রিল ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল মিশুক।

 

 

বন্ধ করুন