বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit-Trishanjit: বাপ কা বেটা! অভিনয়ে হাতেখড়ি প্রসেনজিৎ-পুত্রের,মিশুককে শুভেচ্ছা সুপারস্টার বাবার

Prosenjit-Trishanjit: বাপ কা বেটা! অভিনয়ে হাতেখড়ি প্রসেনজিৎ-পুত্রের,মিশুককে শুভেচ্ছা সুপারস্টার বাবার

পরম্পরা মেনেই অভিনয়ে মিশুক! (ছবি-ফেসবুক)

Prosenjit-Trishanjit: প্রথমবার অভিনয় করতে চলেছে ছেলে, মিশুকের জন্য কী লিখলেন গর্বিত বাবা প্রসেনজিৎ? 

বাবা-ঠাকুুরদা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উজ্জ্বল নক্ষত্র। এবার পরিবারের ট্রেন্ড বজায় রেখে অভিনয়ে হাতেখড়ি হচ্ছে প্রসেনজিৎ পুত্র তৃষাণজিতের। যদিও অভিনয় নয়, মিশুক (তৃষাণজিৎ-এর ডাকনাম)-এর প্রথম ভালোবাসা ফুটবল। তবে অভিনয় তাঁর রক্তে, সেই প্রমাণ আগেই দিয়েছেন টলিপাড়ার এই স্টারকিড। অর্পিতা-প্রসেনজিৎ পুত্রের বেশকিছু রিল ভিডিয়ো দেখে নেটিজেনরা আগেই বলেছেন, ‘শীঘ্রই তোমায় টলিউডে দেখতে চাই’। সেইদিন দূর নয়, তার প্রমাণ মিলল শুক্রবার।

লিড রোলে আত্মপ্রকাশ করছেন তৃষাণজিৎ। তবে রুপোলি পর্দায় নয়, মঞ্চে। এই মুহূর্তে তামিলনাড়ুর এক কলেজে পড়াশোনা করছে প্রসেনজিতের বিলেত ফেরত পুত্র। সেই কলেজের একটি নাটকেই অংশ নিতে চলেছে এই স্টারকিড। ‘লর্ড অফ দ্য ফ্লাইস’ (Lord of the flies)-এ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। সেই নাটকের পোস্টার শেয়ার করে নিয়েছেন প্রসেনজিৎ। সেখানে দেখা গেল একটা ভেঙে পড়া প্লেনের সামনে দাঁড়িয়ে রয়েছে একদল পড়ুয়া। নীল রঙা ব্লেজার আর ফর্ম্যাল প্যান্টে হ্যান্ডসাম লুকে পাওয়া গেল তারকা পুত্রকে।

ছেলের জন্য প্রসেনজিতের বার্তা, ‘প্রথম সবকিছুই খুব স্পেশ্যাল… তৃষাণজিৎ তোমাকে অনেক শুভেচ্ছা প্রথম মঞ্চাভিনয়ের জন্য, লর্ড অফ দ্য ফ্লাইসের টিমের জন্যও রইল অভিনন্দন’।

কোদাইকানাল ইন্টারন্যাশন্যাল স্কুলের ছাত্ররা শুক্রবার (আজ) ও শনিবার (১লা এপ্রিল) এই নাটক মঞ্চস্থ করবে। সবে ১৮-য় পা দিয়েছে তৃষাণজিৎ, হামেশাই লাইমলাইটে থাকে প্রসেনজিৎ পুত্র। 

আরও পড়ুন-মেয়ে কোলে প্রথমবার দেশের মাটিতে প্রিয়াঙ্কা, পাশে নিক! লুকোলেন না মালতির মুখ

সুপারস্টার বাবা নয়, শাহরুখ খানের অভিনয়ের অন্ধ ভক্ত মিশুক। গত ডিসেম্বরে কলকাতা চলচ্চিত্র উৎসবের ফাঁকে শাহরুখ ‘আঙ্কেল’-এর সঙ্গে দেখা করার সুযোগ এসেছিল মিশুকের কাছে। সেই ছবি পোস্ট করে ফেসবুকে মিশুক সাফ লিখেছিল, ‘আমার অনুপ্রেরণা, আমার প্রেরণা, রোল মডেল… গ্লোবাল স্টার… একমাত্র শাহরুখ খান’। মঞ্চাভিনয়ের মাধ্য়মে অভিনয়ে হাতেখড়ি সুম্পন্ন, এখন দেখবার টলিউডে কবে অভিষেক হচ্ছে প্রসেনজিৎ-অর্পিতা পুত্রের! 

 

 

বন্ধ করুন