বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: ‘আমরা অমর সঙ্গী’, ইনস্টায় নিজের বিশ্বস্ত পার্টনারের সঙ্গে পরিচয় করালেন প্রসেনজিৎ

Prosenjit Chatterjee: ‘আমরা অমর সঙ্গী’, ইনস্টায় নিজের বিশ্বস্ত পার্টনারের সঙ্গে পরিচয় করালেন প্রসেনজিৎ

কে প্রসেনজিতের ‘অমর সঙ্গী’?

বুম্বাদার সঙ্গী, তাও আবার ‘অমর সঙ্গী’। কার কথা হচ্ছে? কাকে নিজের জীবনের এত বড় কৃতিত্ব দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে ছাড়া অসম্পূর্ণ। সঠিকভাবে বলতে গেলে তিনিই ‘ইন্ডাস্ট্রি’। এমনকী আজকাল তো বাঙালির পুজেও অসমাপ্ত তাঁর সিনেমা ছাড়া। বুঝে গিয়েছেন নিশ্চয়ই কার ব্যাপারে কথা হচ্ছে। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যার ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুম থেকে ওঠা পর্যন্ত, সব কিছুর দিকে নজর থাকে বাঙালির। তিনি শুধু শসা-দই খান না গ্রিলড চিকেন, তা নিয়েও চায়ের কাপ হাতে চলে তুফানি আড্ডা। সেই প্রসেনজিৎই কি না পরিচয় করালেন নিজের ‘অমর সঙ্গী’র সঙ্গে।

আসলে প্রসেনজিৎ অন্তর্জালে তুলে ধরলেন নিজের সানগ্লাস প্রেম। নানা ধরনের ফ্রেম, নানা রঙের গ্লাসে নিজের ছবি শেয়ার করে লিখলেন, ‘Sunglasses আর আমি...আমরা অমর সঙ্গী’। একটু খেয়াল করলেই দেখবেন, যে কোনও ইভেন্টেই বুম্বাদা চোখ ঢেকে রাখেন রোদ চশমায়। চোখে সানগ্লাস না থাকলে সাজ সম্পূর্ণ হয় না তাঁর। মনে আছে নিশ্চয়ই, সেই আয় খুকু আয়ের প্রোমোশনে গিয়ে ফুটপাথ থেকে সানগ্লাস কিনেছিলেন। আরও পড়ুন: সেপ্টেম্বরে জন্ম? এই গুণের কারণে আপনি ভালো নেতা হতে পারবেন

প্রসেনজিতের শেয়ার করা ছবিগুলির মধ্যে কোনোটায় তাঁর চোখে রাউন্ড ফ্রেম, কোনওটায় অ্যাভিয়েটর, আবার কোনওটায় অ্যাঙ্গুলার। এক ভক্ত এই পোস্টের কমেন্ট সেকশনে লিখলেন, ‘একদিন আপনার সানগ্লাসের কালেকশন নিয়ে যদি কোনও প্রদর্শনী হয় তাহলেও অবাক হব না।’ আরেকজন লিখলেন, ‘স্টাইল কিং আপনি। সবদিক থেকে আপনি অতুলনীয়। আমাদের গর্ব।’ আরও পড়ুন: সানা আর ডোনাকে নিয়ে এমিরেটস স্টেডিয়ামে সৌরভ, আর্সেনালের জয়ে কী লিখলেন দাদা?

প্রসেনজিৎ কিন্তু বর্তমানের অভিনেতাদের কড়া তক্কর দিয়ে চুটিয়ে কাজ করে চলেছেন এখনও। হিন্দি ভাষায় ‘জুবিলি’র হাত ধরে OTT-র পর্দায় পা রেখেছেন চলতি বছরেই। সেখানে শ্রীকান্ত রায়ের ভূমিকায় প্রসেনজিতের অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের মধ্যে। পয়লা বৈশাখে মুক্তি পেয়েছে শেষ পাতা। এই সিনেমায় তাঁকে ৫৮ বছরের এক বৃদ্ধ লেখকের ভূমিকায় দেখা গিয়েছে। মুখ ভর্তি সাদা দাড়ি, মাথার কাঁচাপাকা চুলের মধ্যিখান দিয়ে উঁকি দিচ্ছে টাক, চোখে মোটা ফ্রেমের চশমা পরা প্রসেনজিতকে চেনাই দায় ছিল। 

আর পুজোয় আসছে ‘বাইশে শ্রাবণ’-এর প্রিক্যুয়েল ‘দশম অবতার’। ‘প্রবীর রায়চৌধুরি’ হিসাবে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ‌্যায়। সঙ্গে থাকছেন যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসানের মতো হেভিওয়েট অভিনেতারা। এই ছবি কড়া টক্কর দেবে কোয়েলের মিতিন মাসি, দেবের বাঘাযতীন ও শিবপ্রসাদ-নন্দজিতার রক্তবীজকে। 

 

বন্ধ করুন