সাধারণত আমাদের সকলের কাছে বিশেষ কিছু ছবি যা আমাদের খুব পছন্দের তার কিছু ডায়লগ, বা সিন বা গান সেই সিনেমাটার নাম শুনলেই মনে পড়ে যায়। আর তেমনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ২২শে শ্রাবণ বললেই যেটা সবার আগে মনে পড়ে সেটা হল একটি বিশেষ ডায়লগ যা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই ছবিতে বলতে শোনা গেল। আর সেই ডায়লগ সংক্রান্ত কিছু কথা এবার অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন।
বাংলা বিনোদন 'ইন্ডাস্ট্রি' তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি নতুন সিরিজ শুরু করেছেন। আর সেই সিরিজে তিনি এক একদিন তাঁর এক একটি সিনেমা থেকে বিভিন্ন সংলাপ এবং তার জড়িয়ে থাকা বিভিন্ন গল্প দর্শকদের সঙ্গে ভাগ করে নেন।
তিনি তাঁর এই সিরিজের যেটি শেষ পর্ব অনুষ্ঠিত হয়েছে সেখানে ‘২২ শে শ্রাবণ’ ছবির সেই বিখ্যাত ডায়লগ 'জীবনে ভাত ডাল আর বিরিয়ানির তফাতটা বুঝতে শেখো। প্রথমটা নেসেসিটি, দ্বিতীয়টা লাক্সারি' নিয়ে কথা বললেন। এই ছবিটি যখন মুক্তি পায় তখন সকলের মুখে মুখে এই ডায়লগ ফিরত। এখনও অনেককে এই ডায়লগ বলতে শোনা যায় ভীষণ জনপ্রিয় হয়েছিল বুম্বাদার বলা এই ডায়লগটি। আসলে বিষয়টার সঙ্গে সবাই রিলেট করতে পেরেছিল। কিন্তু অভিনেতা এই ডায়লগ নিয়ে কী বলেন?
বুম্বাদা জানান, তিনি যখন এই স্ক্রিপ্ট এবং ডায়লগ পান, সেটা তাঁর দারুন পছন্দ হয়। তিনি ঠিক করেছিলেন এই ডায়লগ তিনি এমন ভাবে বলবেন যাতে সেটা দর্শকরা শুধু এনজয় না করেন বা হলে বসে ভালো না বাসেন। এই ডায়লগের প্রভাব যেন দীর্ঘমেয়াদি হয়। অনেকদিন যেন সকলে এই ডায়লগ মনে রাখেন।
আর অভিনেতার সেই ইচ্ছে পূরণ হয়েছিল। ২০১১ সালে মুক্তি পেয়েছিল ২২শে শ্রাবণ অথচ এখনও সমান জনপ্রিয় এই ডায়লগটি। এমন এক ডায়লগ দেওয়ার জন্য সৃজিত মুখোপাধ্যায়ের প্রশংসাও করেন অভিনেতা। তিনি তাঁর এই সিরিজে এর আগের পর্বে ‘ওয়ান’ ছবির কথা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তাঁর এই সিরিজের নাম ‘এক মিনিটে প্রসেনজিৎ’।