বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: ‘মা ভয়ে টালিগঞ্জের বাড়ি ছেড়েছিল’, নকশাল সময়ের অভিজ্ঞতা শোনালেন প্রসেনজিৎ

Prosenjit Chatterjee: ‘মা ভয়ে টালিগঞ্জের বাড়ি ছেড়েছিল’, নকশাল সময়ের অভিজ্ঞতা শোনালেন প্রসেনজিৎ

নকশাল আন্দোলনের অভিজ্ঞতা ভাগ করে নিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

আসছে প্রসেনজিৎ-শ্রাবন্তীর কাবেরী অন্তর্ধান। পরিচালনায় কৌশিক গঙ্গোপাধ্যায়। নকশাল অন্দোলনের প্রেক্ষাপটেই সেই ছবি। কথা প্রসঙ্গে সেই সময়ে হওয়া নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন বুম্বাদা। 

নকশাল আন্দোলনকে প্রেক্ষাপটে রেখে আসছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। কাবেরী কোথায় হারিয়ে গেল সেটাই জানবে বাংলা। এর আগে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছিল চারদিক, কাবেরী হারিয়ে যাওয়ায়। প্রচারের এই অভিনব পন্থা ভালোই কাজ করেছিল। ছবিতে মুখ্য চরিত্রে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, অম্বরিশ ভট্টাচার্য। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির প্রসঙ্গে কথা বলার সময় সত্তর দশকে তিনি কীরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তা নিয়েও কথা বললেন প্রসেনজিৎ। যদিও তখন খুবই ছোট বয়সে, তবে ফিকে হয়ে যাওয়া স্মৃতির পাতা হাতড়ালেন। ২৪ ঘণ্টাকে এক সাক্ষাৎকারে বললেন, ‘তখন তো খুব ছোট। কোনও রাজনৈতিক দর্শন ছিল না। বড় হয়ে এই ব্যাপারে পড়েছি। বুঝেছি। মনে আছে টালিগঞ্জের বাড়িতে থাকতাম আমি-মা-বোন। বাবাও থাকতেন, তবে বেশিরভাগ সময় বাবাকে মুম্বইতে থাকতে হত। বিশাল বাড়ি, কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগতেন মা। সন্ধে হলেই আলো চলে যেত। মোমবাতির আলোয় পড়তে হত। মা আমাদের নিয়ে দমদমে মামাবাড়ি চলে আসে। ওখানে যৌথ পরিবার। অনেক লোক একসঙ্গে।’ আরও পড়ুন: মিশল ফুটবল-বলিউড! মেসি-রোনাল্ডো-নেমারের সঙ্গে সৌদির ম্যাচে হাত মেলালেন অমিতাভ

প্রসেনজিৎ জানান, বাইরে যাওয়ার উপায় ছিল না কোনও। তাই বাড়ির ছোটদের গল্প পড়ে শোনাতেন দিদিমারা। দরজা-জানলা বন্ধ রাখা হত যাতে গুলি-বোমার আওয়াজে ছোটরা ভয় না পায়। আরও পড়ুন: দিদি নম্বর ১-এর পর আরও বড় চমক! নন্দিনীর কাছে হাজির মদন, দিলেন বড়সড় অর্ডার

তিনি জানালেন, ‘মাঝে মাঝে অনুভব করতাম বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। তখন তো অনেকটা ছোট, অত বুঝতাম না। একটা ঘটনা মনে আছে, আমার নিকটতম আত্মীয়ের সঙ্গে কিছু হয়েছিল। আমার মাসির সঙ্গে যার বিয়ের কথা ছিল। তখন তো পরিবারের মধ্যেই বিয়ে হত। তাঁকে হঠাৎ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কোনওদিন পাওয়াই যায়নি। ওই ছোট বয়সে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল যা সবচেয়ে খারাপ। এরকম হালকা হালকা মনে আছে সেই সময়ের কথা।’

বক্স অফ্সে কাবেরী অন্তর্ধানকে মোকাবিলা করতে হবে শাহরুখের সঙ্গে। কারণ এই ছবি আসার ৫ দিন পরেই আসবে পাঠান। কতটা মুশকিল হবে জানতে চাওয়া হলে কৌশিক জানিয়েছিলেন, ‘আমি শাহরুখকে ভালোবাসি। সবাই পাঠান দেখে তারপর আমার ছবি দেখুক। হুবলী ২ মুক্তির সময়ও আমার একটি ছবি মুক্তি পেয়েছিল। আমি এসব নিয়ে ভাবি না।’ করোনা পরিস্থিতির আগে উত্তরবঙ্গে এই ছবির শুটিং করেছিলেন পরিচালক। প্রায় তিন বছর পর অবশেষে ছবি আসছে বড় পর্দায়। 

 

বায়োস্কোপ খবর

Latest News

‘‌আমি নির্যাতিতার পরিবারকে টাকার কথা বলিনি’‌, নবান্ন থেকে সাফ জানালেন মমতা বন্দে ভারত ট্রেন কে চালাবে… তা ঘিরে ধুন্ধুমার, জামা ছেঁড়া হল চালকের! কেন এমন হল নেই দেহের চালান! RG কর কাণ্ডে ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন SC-র, উঠল উত্তরবঙ্গ লবির নাম 'পদত্যাগ করবে বলে বিনীত আমার কাছে অনেকবার এসেছে', দাবি মমতার, ‘পুজো আছে তো…’ 'চুল টানা'র হুমকি পাপিয়ার! জবাবে কটাক্ষ করে কুণাল বললেন, 'ওটা কমে এসেছে, নজর দে ‘চা খেতে খেতে ভুলে যাবেন না…’! আরজি কর নিয়ে লেখা হল টি স্টলে, মুগ্ধ ইমন-প্রতীম চোর সন্দেহে দুই যুবককে মার কুলটিতে, সিআইএসএফের মারে মৃত্যু একজনের, বিক্ষোভ ওই ‘৫ ঘণ্টাই আসল’, বলল CBI, ইচ্ছা করে ঠিকমতো নমুনা রাখেনি? প্রশ্নের মুখে রাজ্য দুর্গা পুজো ২০২৪ এ দেবীর আগমন দোলায়, গমন কীসে? ফলাফল চমকে দেবে, রইল পঞ্জিকামত কন্যা সংক্রান্তি কবে? এই সংক্রান্তিতে দানের কেন বিশেষ গুরুত্ব রয়েছে জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.