পুরীর থেকে ছবি দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে দেখা গেল মোহর আর দুর্নিবারকেও। দেখুন ছবিতে।
1/5পুরী থেকে ছবি শেয়ার করলেন টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে তাঁর ছায়াসঙ্গী মোহর ওরফে ঐন্দ্রিলা সেন আর দুর্নিবার। বিয়ের পর পুজো দিলেন মোহর আর দুর্নিবার একসঙ্গে জগন্নাথ ধামে। আর এবারেও পাশে অভিভাবক হয়ে উপস্থিত থাকলেন বুম্বাদা, ঠিক যেমন ছিলেন বিয়ের সময়তে।
2/5জগন্নাথ মন্দিরের বাইরে থেকে একটি ছবিও শেয়ার করে নিয়েছেন অভিনেতা সোশ্যাল মিডিয়ায়। বেইজ রঙের কুর্তা-পাজামা পরেই তিনি হাজির হয়েছিলেন পুজো দিতে। কপালে দেখা গেল কমলা টিকা। ছবিগুলি শেয়ার করে লিখলেন, ‘জয় জগন্নাথ’।
3/5দুর্নিবার-ঐন্দ্রিলার বিয়েতেও কনেকর্তা ছিলেন মুম্বাদাই। তিনিই ছিলেন কনে কর্তা। বিয়ের পিঁড়ি ধরেন, শাঁখ বাজান। উপস্থিত ছিলেন প্রসেনজিতের ছেলে তৃষাণজিৎ ওরফে মিশুকও। বাবা-ছেলে মিলে বিয়েবাড়িতে আসা সব অতিথিদের আপ্যায়ন করেন।
4/5দিন কয়েক আগেই বরকে চুমু খাওয়ার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় এক রিলে শেয়ার করেছেন মোহর। ক্যাপশনে লিখেছিলেন, ‘বস তেরা সাথ হো’। ছবিগুলোর সঙ্গে গানেও দুর্নিবারের গলায় এই গানটি জুড়ে দিয়েছিলেনন। বউয়ের ভালোবাসার অঙ্গীকারে গায়কের জবাব ছিল, ‘হ্যায় না হাম তেরে সাথ, জিন্দেগি ভর?’
5/5২০২১-এর ডিসেম্বরে সামপ্লেস এলসে একটা শো শুনতে গিয়ে প্রথম আলাপ মোহর আর দুর্নিবারের। মাস কয়েক যেতে না যেতে এখানেই মোহরকে প্রেম প্রস্তাব দেন সারেগামাপা-খ্যাত গায়ক। সেই বছরের শুরুতেই ছাড়াছাড়ি হয়েছিল প্রথম স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের সঙ্গে। এরপর বছর দেড়েক প্রেমের পর চলতি বছরে বাঁধেন গাঁটছড়া।