বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee: ৬১ বছরে এসে ‘সন্তানসুখ’! জ্যান্ত পুতুল কোলে নিয়ে আদর করছেন প্রসেনজিত, বলুন তো কে এই খুদে?

Prosenjit Chatterjee: ৬১ বছরে এসে ‘সন্তানসুখ’! জ্যান্ত পুতুল কোলে নিয়ে আদর করছেন প্রসেনজিত, বলুন তো কে এই খুদে?

প্রসেনজিতের কোলের এই একরত্তিটি কে?

একটা ছোট্ট জ্যান্ত পুতুল কোলে ছবি দিলেন প্রসেনজিৎ। কে উঠল বুম্বা-মামার কোলে? পারলেন চিনতে?

অনেক দাদু-ঠাকুমা-মামা-কাকারা বলে থাকেন, ‘আসলের থেকে সুদের দাম বেশি’। তাই তো নিজের সন্তানের থেকেও যেন আদরের হয় নাতি-নাতি-ভাইপো-ভাইঝিরা। ঠিক তেমনটাই হয়েছে অভিনেতা প্রনেজিৎ চট্টোপাধ্যায়ের কাছে। কদিন আগেই ছিল অভিনেতার আপ্ত সহায়ক ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের ছেলের অন্নপ্রাসন। বিয়ের পর সেদিনটাও, বেশ জমিয়ে উপভোগ করেন তিনি। আর এবার খুদের সঙ্গে তাঁর ছবি এল।

২০২৩ সালের শুরুতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন দুর্নিবার আর মোহর। সেই সময় বরকর্তা হয়ে বিয়ের সব কাজ দেখাশোনা করেছিলেন প্রসেনজিৎ। এমনকী, কনের পিঁড়িও ধরেন। নিজের বোনের মতো ভালোবাসেন তিনি ঐন্দ্রিলাকে। বিয়ের বছর ঘোরার আগেই এই দম্পতির কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান। জন্ম হয় রাজপুত্র ধিয়ানের।

আরও পড়ুন: হাসিনার সোনার চেন, কাপ, টি পট! সোনার চেন-কাপ…! গণভবন থেকে কী চুরি করল? বাড়ি ফিরে ভিডিয়ো বানাল বাংলাদেশী ভ্লগার

ধিয়ানের অন্নপ্রাসনে ছিলেন একাধিক টলিউড তারকা। ২৮ জুলাই নিয়ম মেনে মুখেভাতের অনুষ্ঠান হয়েছিল দুর্নিবার পুত্রের। এরপর ৪ অগস্ট হয়েছিল অনুষ্ঠান। একডালিয়ার এক ব্যাঙ্কোয়েটে আয়োজন করা হয়েছিল খাওয়াদাওয়ার। পাঞ্জাবিতে একদম বাঙালি বাবু লুকে সেখানে গিয়েছিলেন প্রসেনজিৎ। তাঁর কোলে নিয়ে ধিয়ানকে আদর করার ভিডিয়ো এর আগেই ভাইরাল হয়েছিল। এবার ঐন্দ্রিলা নিজেই দিলেন একটি ছবি।

আরও পড়ুন: ‘রাজ ছিল বলেই, আমি-আবিরদা অন্তরঙ্গ হতে পেরেছি…’, বাবলির শ্যুট নিয়ে বললেন শুভশ্রী

প্রসেনজিৎ আর ধিয়ানের ছবিখানা শেয়ার করে মাম্মা ঐন্দ্রিলা লিখলেন, ‘যেন কিছু মনে করোনা কেউ যদি কিছু বলে’। আর এই পোস্টই ফেসবুকে ফের শেয়ার করে নেন প্রসেনজিৎ। তাতে এক নেট-নাগরিক মন্তব্য করেন, ‘চোখে মুখে সন্তানসুখ’। দ্বিতীয়জন লেখেন, ‘কী যে মিষ্টি হয়েছে বাচ্চাটা’।

ঐন্দ্রিলার পোস্ট শেয়ার করলেন প্রসেনজিৎ।
ঐন্দ্রিলার পোস্ট শেয়ার করলেন প্রসেনজিৎ।

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসায় কম কটাক্ষের মুখে পড়তে হয়নি দুর্নিবারকে। ২০১৭ তে আইনি বিয়ে হয়েছিল মিনাক্ষীর সঙ্গে। ২০২১-এর ফেব্রুয়ারির শেষে সাত পাক ঘোরেন। ২০২২ সালেই আলাদা হয়ে যান। এরপর এই বছরের শেষের দিকেই দুর্নিবারের জীবনে এন্ট্রি হয় মোহরের। ২০২৪ সালে বিয়ে দুর্নিবার-মোহরের। 

আরও পড়ুন: 'দঙ্গল ২ তৈরি করার সময় এসেছে'! অলিম্পিকে ভিনেশ ফোগটের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস নেটিজেনদে, বার্তা আমিরকে

বিয়ের পর নব দম্পতিকে নিয়ে ট্রোল, মিমে ছয়লাপ হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। অবস্থা এমন হয় যে, নিজেদের বিয়ে-হানিমুনের ছবিও সেইসময় শেয়ার করেননি দুজনের কেউই। তবে সব বাধাকে অতিক্রম করে হাতটা ধরেছিলেন শক্ত করে একে-অপরের। আর এখন তো ছেলেকে নিয়ে সুখের সংসার! যেখানে কোনও কটাক্ষেরই প্রবেশ নিষেধ।

বায়োস্কোপ খবর

Latest News

AFG vs NZ Test ম্যাচ বাতিল হওয়ায় হতাশ আফগান কোচ, বিরক্ত কিউয়ি কোচ ৫টা ক্লাসে একজন দিদিমণি, শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কচিকাঁচাদের কুমারীত্বের পরীক্ষা পুরো অবৈজ্ঞানিক, অমানবিক, সিলেবাস বদল করল NMC GST নিয়ে নির্মলার কাছে অভিযোগ ব্যবসায়ীর, পরে চাইতে হল ক্ষমা! তোপ রাহুলদের ‘মহিলার শরীরের দিকে তাকিয়ে যৌন-ভাবনা ভাবা যায় না…’, জন্মদিনে বিস্ফোরক ইমন খেলা ২২ জনের হলেও পার্থক্য গড়বে ২ ক্রিকেটার! স্মিথ-বিরাটের বন্দনায় অজি তারকা… শ্রেয়স-স্যামসন ডাহা ফেল, শতরান হাতছাড়া পাডিক্কালের,১ম ইনিংসে বড় লিড মায়াঙ্কদের ইশ্বরে বিশ্বাস নেই! গ্রামের সেই চিকিৎসক অনিকেতের সঙ্গে দেখা হল দেবীর, তারপর? কেমো সেশনের প্রথম দিনে হাসপাতালে হিনার পাশে ক্যানসার-জয়ী মহিমা, কী কথা হয় দুজনের ভোটে লড়ছেন ভারতের সবথেকে ধনী মহিলা, প্রায় ২.৫ লাখ কোটি টাকার সম্পদ আছে!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.