বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit Chatterjee & Vikram Chatterjee : প্রসেনজিতের কাছে ঋণ আদায়ে নাজেহাল বিক্রম, 'শেষ পাতা'য় সাহায্য করবেন গার্গী…

Prosenjit Chatterjee & Vikram Chatterjee : প্রসেনজিতের কাছে ঋণ আদায়ে নাজেহাল বিক্রম, 'শেষ পাতা'য় সাহায্য করবেন গার্গী…

বিক্রম-প্রসেনজিৎ-গার্গী

'শৌনক ঋণ উদ্ধার করতে এসে বুঝতে পারেন, যে বাল্মিকীর কাছ থেকে ঋণ উদ্ধার করা মোটেও সহজ নয়। তখন তিনি তাঁর পরিচিত মেধা বলে একজনের সাহায্য চান। আর এই শৌনকের জীবনে সবথেকে কাছের মানুষ হলেন দীপা, শৌনক ও দীপার একটা স্বপ্ন আছে, তার জন্য লড়াইও চলছে। আর তারই মাঝে চলছে এই বাল্মিকীর কাছ থেকে ঋণ উদ্ধার করা।

‘ময়ূরাক্ষী’, ‘রবিবার’-এর পর এবার ‘শেষ পাতা’, ফের একবার জুটি বেঁধেছেন পরিচালক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অতনু ঘোষ। পয়লা বৈশাখে মুক্তি পেতে চলেছে 'শেষ পাতা'। যে ছবিতে লেখক বাল্মিকীর চরিত্রে দেখা যাবে প্রসেনজিতকে। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরীকে।

'শেষ পাতা' নিয়ে পরিচালক অতনু ঘোষতে ফোন করা হলে তিনি বলেন, ‘ছবির বিষয় ঋণ, শোধ ,আর মুক্তি। এই তিনটি বিষয় নিয়েই ছবি। কথায় বলে ঋণ শোধ হলেই মানুষের মুক্তি হয়। যদিও সবক্ষেত্রে ঋণ অর্থ কিন্তু টাকা নয়। এখানে ঋণের বোঝাটা তার থেকেও বেশি ভারি। আর এখানে শেষ পাতা বলতে এখানে লেখার পাতা। গল্পের মুখ্য চরিত্রটি হল বাল্মিকী সেনগুপ্ত, যিনি একজন লেখক, তবে অবসর নিয়েছেন। এই চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। সেই বাল্মিকী সেনগুপ্তের কাছ থেকে ঋণ উদ্ধার করতে আসেন শৌনক। এই চরিত্রে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়। শৌনক ঋণ উদ্ধার করতে এসে বুঝতে পারেন, যে বাল্মিকীর কাছ থেকে ঋণ উদ্ধার করা মোটেও সহজ নয়। তখন তিনি তাঁর পরিচিত মেধা বলে একজনের সাহায্য চান। এই চরিত্রে দেখা যাবে গার্গী রায় চৌধুরীকে। আর এই শৌনকের জীবনে সবথেকে কাছের মানুষ হলেন দীপা, যে ভূমিকায় রয়েছেন রায়তি ভট্টাচার্য। রায়তি ও বিক্রমের একটা স্বপ্ন আছে, তার জন্য লড়াইও চলছে। আর তারই মাঝে চলছে এই বাল্মিকীর কাছ থেকে ঋণ উদ্ধার করা।'  বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজে ফেস্টে শেষপাতার পোস্টার মুক্তি পায়। সেখানে প্রসেনজিৎ, বিক্রম, গার্গী এবং পরিচালক নিজেও উপস্থিত ছিলেন। প্রসঙ্গত একসময় সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছেন প্রসেনজিৎ নিজের কলেজে ফিরে গিয়ে নস্টালজিক হয়ে পড়েন তিনি। 

বারবার তাঁর ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চরিত্র হয়ে ফুটে ওঠা প্রসঙ্গে এর আগে পরিচালক বলেছিলেন, ‘আমাদের মধ্যে একটা দুর্দান্ত বন্ডিং আছে, পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের সম্পর্ক রয়েছে। একজন পরিচালক-অভিনেতার সম্পর্কে সেটা খুব জরুরি। একটা ছবি শেষ হলে বুম্বাদা আমার সঙ্গে ফের কাজ করতে চায়, সেটাই তো বড় পাওনা। সবসময় সব অভিনেতার সঙ্গে কাজ শেষের পর তেমনটা হয় না’। প্রসেনজিৎ কী বলছেন শেষ পাতা নিয়ে? অভিনেতার বক্তব্য, ‘অতনুর স্টোরি টেলিং অন্য রকমের। এই গল্পে আমি বাল্মীকি নামে এক লেখকের চরিত্রে, যার এক সময়ে বেশ নামডাক ছিল। কিন্তু তার জীবনেও অনেক ঘটনা ঘটে যায়.. আপতত এর চেয়ে বেশি বলা যাবে না। কিন্তু এইটুকু যোগ করব এমন চরিত্রে আমি আগে কখনও অভিনয় করিনি’।

বন্ধ করুন