Pallavi Chatterjee: মাত্র ১৫-১৬ বছরেই মা হন, মেয়ে রিয়া ও তাঁর শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে ছবি দিলেন পল্লবী চট্টোপাধ্যায়
Updated: 22 Jul 2024, 06:40 PM IST Prosenjit Chatterjee, Pallavi Chatterjee, Prosenjit Chatterjee's Sister Pallavi Chatterjee, Pallavi Chatterjee's Daughter, পল্লবী চট্টোপাধ্যায়, মেয়ে রিয়ার সঙ্গে পল্লবী চট্টোপাধ্যায়, প্রসেনজিতের ভাগ্নী রিয়া Ranita Goswami 22 Jul 2024জানা যায়, পল্লবী কন্যা রিয়া পেশায় একজন ফ্যাশান ডিজাইনার। জানা যায়, মায়ের আপন মামাতো ভাইয়ের সঙ্গে মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় পল্লবীর। তারপর শ্বশুরবাড়ি থেকেই স্কুলে যেতেন, সেখানেই ক্লাসিক্যাল গান শিখতেন। ১৫-১৬ বছর বয়সে সন্তান হয়ে যায়।
পরবর্তী ফটো গ্যালারি