টলিগঞ্জের আইকনিক জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তাঁদের অনস্ক্রিন রসায়ন নিয়ে নতুন করে কিছু বলবার দরকার নেই। গত কয়েক সপ্তাহ ধরেই তাঁদের বিয়ের খবরে (রিল লাইফ) তোলপাড়া সংবাদমাধ্যম। দিনক্ষণের ঘোষণাও সারা হয়ে গিয়েছিল কিন্তু হবে হবে করেও বিয়েটা শেষমেশ হচ্ছে না! বিয়েতে বাধা এসেছে ঠিকই তবে সবটা মিটমাট হয়ে যেতেও পারে কিন্তু সেই বিয়ে ঋষভ আর ইপ্সিতার! হ্যাঁ, সব জল্পনায় এদিন নিজেরাই জল ঢেলে নিলেন।
গত ভ্যালেন্টাইন্স ডে-র দিন ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’-এ একটি পোস্টার টিজার সামনে এসেছিল। সেখানে পাত্র-পাত্রী পক্ষের তরফ থেকে রীতিমতো আমন্ত্রণ জানানো হয়েছিল সেই গ্র্যান্ড ওয়েডিং-এ। সকলেই ভেবেছিল পর্দায় বোধহয় আবার সাত পাকে বাধা পড়বেন দুজনে। কিন্তু না, ঋতুপর্ণা ও প্রসেনজিৎ সোমবার ভিডিয়ো বার্তায় নিজেরাই জানিয়ে দিলেন বিয়েটা তাঁরা করছেন না বরং বিয়েটা হচ্ছে অভিনেতা ঋষভ বসু ও ঈপ্সিতা মুখোপাধ্যায়ের। ২৫ নভেম্বর এই দুজনের বিয়েই দিতে চলেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। তবে শেষ মুহূর্তে বিয়ে থেকে বেঁকে বসেছেন পাত্রী ঈপ্সিতা। সেই নিয়ে ঝগড়াঝাটি শুরু হবু বর-কনের। পাত্র ঋষভ কি পারবে হবু বউয়ের মান ভাঙাতে? সেই প্রশ্নের উত্তর মিলবে ২৫শে নভেম্বর।
এই ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন সম্রাট শর্মা। এই ছবি নিবেদন করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে ক্যামিও চরিত্রে দুজনে অভিনয়ও করবেন, এমনটাই সম্ভাবনা।
একসঙ্গে প্রায় ৫০টি ছবিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। মনোমালিন্যের জেরে দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি, তবে ১৫ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি 'প্রাক্তন'-এ কামব্যাক করে এই সুপারহিট জুটি। পরবর্তীতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও দেখা গিয়েছে তাঁদের। নতুন ভূমিকাতেও দুর্দান্ত সফল হবে এই জুটি, এমনটাই আশা তাঁদের ফ্যানেদের।