অযোগ্য ছবিটি যে মুক্তি পেয়েছে দেখতে দেখতে তার ৫০ দিন হয়ে গেল। বক্স অফিসে ছবি সাফল্য পেতেই আবেগঘন হয়ে পড়লেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কী লিখলেন তিনি?
আরও পড়ুন: পাশাপাশি বসে করণ অর্জুন দেখছেন শাহরুখ - সলমন! ভিডিয়ো ভাইরাল হতেই নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরা
অযোগ্য নিয়ে কী লিখলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?
এদিন সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অযোগ্য ছবিটির একটি পোস্টার শেয়ার করেন। সেটার সঙ্গেই জানান দেখতে দেখতে তাঁর এই ছবিটি বক্স অফিসে ৫০ দিন পূর্ণ করে ফেলল। প্রসঙ্গত এটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের জুটির ৫০ তম ছবি। ফলে সেই ছবি বক্স অফিসে ৫০ দিন অতিক্রম করা মানে একটা বিশাল অ্যাচিভমেন্ট। সেই উপলক্ষ্যে এদিন প্রসেনজিৎ লেখেন, 'আমাদের জুটির ৫০ তম সিনেমার ৫০ দিন, সকলকে অনেক ধন্যবাদ অযোগ্যকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আগামীদিনে এভাবেই পাশে থাকবেন।'
আরও পড়ুন: 'আদালতে গিয়ে প্রমাণ করুক...' প্রেমিকাদের থেকে টাকা হাতানোর অভিযোগ, সাফাই দিয়ে কী বললেন রণজয়?
অযোগ্য প্রসঙ্গে
অযোগ্য ছবিটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। এটি গত ৭ জুন মুক্তি পেয়েছে। মুখ্য ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং শিলাজিৎ মজুমদার। অন্যান্য চরিত্রে লিলি চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, প্রমুখকে দেখা গিয়েছে। ছবিটির পরিচালনা করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়।
বক্স অফিসে বুমেরাং ছবিটির সঙ্গে টক্কর জমেছিল অযোগ্য ছবিটির। ভালোই ব্যবসা করেছিল এটি। সুরিন্দর ফিল্মস এই ছবিটির প্রযোজনা করেছে।
হিন্দুস্তান টাইমস বাংলার তরফে এই ছবির রিভিউতে জানানো হয়েছিল : মন ভালো করা ছবি দেখতে চাইলেও যেমন এই ছবি দেখা যায়। তেমন মন কেমনের অনুভূতিতেও ভরপুর ‘অযোগ্য’। আসলে যে কোনও সম্পর্কেই আমরা কে ‘অযোগ্য’, আর কেই বা যোগ্য বোঝা দায়!