বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit-Rituparna: প্রসেনজিতের পায়ের কাছে বসে ঘুম ঋতুপর্ণার! কী হয় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সেটে?

Prosenjit-Rituparna: প্রসেনজিতের পায়ের কাছে বসে ঘুম ঋতুপর্ণার! কী হয় 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'-এর সেটে?

ঋতুপর্ণা-প্রসেনজিৎ জুটির অন্যতম সফল ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’।

ভোর ছ'টা থেকে অপর্ণার ছবির শ্যুট করে ফের প্রসেনজিতের সঙ্গে অভিনয়ের পালা। কাজ চলত রাত পর্যন্ত। ক্লান্তিতে ঘুম নেমে আসত ঋতুপর্ণার চোখে। কিন্তু শ্যুট তো থামানো যাবে না! অগত্যা ফাঁক পেলেই একটু চোখ বুজে নেওয়া।

তাঁদের রসায়নে বুঁদ আট থেকে আশি। একজনের নাম নিলেই আপনাপানিই মুখে এসে যাবে অন্য জনের নাম। কথা হচ্ছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের। সম্প্রতি স্টার জলসার 'ইস্মার্ট জোড়ি'তে এসেছিলেন তাঁরা। সেখানেই নায়িকার নানা মজার কাণ্ড-কারখানার কথা তুলে ধরেন 'ইন্ডাস্ট্রি'।

সালটা ২০০o। বেজায় ব্যস্ত ঋতুপর্ণা। এক দিকে, অপর্ণা সেনের 'পারমিতার একদিন'। অন্য দিকে, হরনাথ চক্রবর্তীর 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। একই সঙ্গে দু'টি ছবির শ্যুট করছেন অভিনেত্রী। ভোর ছ'টা থেকে অপর্ণার ছবির শ্যুট করে ফের প্রসেনজিতের সঙ্গে অভিনয়ের পালা। কাজ চলত রাত পর্যন্ত। ক্লান্তিতে ঘুম নেমে আসত ঋতুপর্ণার চোখে। কিন্তু শ্যুট তো থামানো যাবে না! অগত্যা ফাঁক পেলেই একটু চোখ বুজে নেওয়া।

সেই স্মৃতি হাতড়ে প্রসেনজিৎ বললেন, 'তখন 'চোখ তুলে দেখো না'র শ্যুটিং চলছে। ঋতু কিছু ক্ষণ বাদে গা এলিয়ে, আমার পায়ের কাছে মাথা রেখে পোজ দিয়ে প্রায় ঘুমিয়ে পড়ত। আমি না দেখতে পারছি ঋতু ঘুমোচ্ছে। একটা পোজ হয় না, যেখানে নায়িকারা নায়কের পায়ের কাছে বসে। সে রকমই একটি নাচের দৃশ্যে দেখি, ঋতু ঘুমোচ্ছে।'

নায়কের কথায় মৃদু প্রতিবাদ করেন ঋতুপর্ণা। হাসতে হাসতে বলে ওঠেন, 'মোটেই না। আমি এ রকম কখনও করিনি।'

প্রসেনজিৎ যদিও দমেননি। তিনি জানান, সময় বদলালেও বদলাননি ঋতু। ১৪ বছর পর প্রাক্তন ছবির শ্যুট করতে করতেও ঘুমিয়ে পড়েছিলেন অভিনেত্রী।

বন্ধ করুন