জি বাংলায় একের পর এক ধামাকা! একসঙ্গে জি বাংলার পর্দায় শেষ হচ্ছে জোড়া মেগা। কার কাছে কই মনের কথার পাশাপাশি বন্ধ হবে আরও এক চলতি মেগা। তার মাঝেই গৌরব রায় চৌধুরী ফিরছেন জি বাংলার পর্দায়।
‘রাঙা বউ’-এর নায়কের নতুন মেগা ‘পুবের ময়না’। এই সিরিয়ালে তাঁর সঙ্গী নবাগতা ঐশানী দে। এপার-ওপার বাংলার প্রেক্ষাপটে সাজানো এই অসমবয়সী মেগার প্রোমো সামনে এল জামাইষষ্ঠীর সন্ধ্যায়। কী রয়েছে প্রোমোতে?
শুরুতেই দেখা গেল নতুন বউকে বরণ করে নিতে থালায় দুধে আলতা গুলছে ময়না। এক বনেদি বাড়ির আশ্রিতা পূর্ববঙ্গের এই মেয়ে। নীচ থেকে ডাক পড়তেই নতুন বউ আসার আনন্দে লাফিয়ে উঠে সে। অথচ দেখা যায় বাড়ির গিন্নি মা-র পুত্র বউ না নিয়েই ফেরত এসেছে। খানিক তাচ্ছিল্যের সুরেই পরিবারের এক সদস্য (শুভ্রজিৎ দত্ত) বলে ওঠে, ‘বর লগ্নভ্রষ্টা হয় প্রথম দেখলাম’। খোঁটা শুনতে হয় ময়নাকেও। তখনই বাড়ির মালকিন (রীতা দত্ত চক্রবর্তী) সিদ্ধান্ত নেয় ছেলের সঙ্গে আশ্রিতা ময়নার বিয়ে দেবেন তিনি। হ্যাঁ, শিমুলের শাশুড়িকে এই সিরিয়ালে ফের দেখা যাবে ময়নার শাশুড়ির ভূমিকায়।
মায়ের সিদ্ধান্ত ফেলতে পারেনি গৌরব। মুখ বুজে ময়নাকে বিয়ে করে সে। পরিবারের সামনে অগ্নিসাক্ষী রেখে ময়নাকে ধর্মপত্নী বানায়। অথচ বিয়ের পরেই বলে, ‘এই বিয়েটা মস্ত বড় ভুল’। নতুন বরের কথায় সহমত ময়নাও। তবে একইসঙ্গে স্বামীর কাছে বড় প্রশ্ন রাখে- মান বড় না প্রাণ? কারণ আগেও একবার বিয়ের পিঁড়িতে বসেছিল ময়না। প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখন এই বাড়ির আশ্রিতা সে।
গৌরবের সঙ্গে জি বাংলার গাঁটছড়া বেশ লম্বা। ত্রিনয়নী, পিলু, রাঙা বউ-এর পর এবার পুবের ময়না। মাঝে অবশ্য স্টার জলসায় ওগো নিরুপমাতে কাজ করেছিলেন গৌরব। পুবের ময়নার কাহিনি লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। এখন প্রশ্ন হল, লীনা পুত্র অর্ক গঙ্গোপাধ্যায়ের শেষ হতে চলা মেগা কার কাছে কই মনের কথার স্লটেই কি আসবে তাঁর এই সিরিয়াল?
তা এখনও স্পষ্ট নয়। কারণ দুর্ভাগ্যবশত দু-মাসেই বন্ধ হচ্ছে অষ্টমী! হ্যাঁ, এটাই এখন টেলিপাড়ার বিগ ব্রেকিং নিউজ। সুতরাং সন্ধ্যের স্লটেও আসতে পারে পুবের ময়না।