বাংলা নিউজ > বায়োস্কোপ > Prosenjit-Puja: কে বলবে বুম্বাদার বয়স ৬১! শ্রীদেবী-ঋষির আইকনিক গানে পূজার সঙ্গে ঠুমকা, হাঁ সকলে

Prosenjit-Puja: কে বলবে বুম্বাদার বয়স ৬১! শ্রীদেবী-ঋষির আইকনিক গানে পূজার সঙ্গে ঠুমকা, হাঁ সকলে

পূজার সঙ্গে প্রসেনজিৎ

Prosenjit-Puja: শীঘ্রই রাজা চন্দের ছবিতে একসঙ্গে ধরা দেবেন প্রসেনজিৎ-পূজা। তার আগে রিল ভিডিয়োতে উঠে এল দুজনের গাঢ় রসায়ন। 

হলুদ শাড়িতে লাস্যময়ী পূজা। মায়াবী রাতে তাঁকে বাহুডোরে ভরলেন প্রসেনজিৎ! দুজনের রসায়ন দেখে বোঝা দায় পূজা বয়সে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের চেয়ে ২৫ বছরের ছোট! আসলে ৬১ বছর বয়সেও হাঁটুর বয়সী নায়কদের ফিটনেস গোলস দিচ্ছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’।

এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এর অতিথি বিচারক হিসাবে দেখা যাচ্ছে পূজাকে। মৌনির অনুপস্থিতিতে সেই আসনে দেবের ‘হইচই আনলিমিটেড’ নায়িকা। দীর্ঘদিন ধরেই মুম্বই নিবাসী পূজা। তবে টলিপাড়ার সঙ্গেও তাঁর নিবিড় যোগ, সময় পেলেই ছুটে আসেন কলকাতায়। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি রিল ভিডিয়ো পোস্ট করেছেন পূজা, সেখানে ‘চাঁদনি’ ছবির টাইটেল ট্র্যাকে বুম্বাদার সঙ্গে পা মেলালেন নায়িকা।

বলিউড প্রেমীদের কাছে এই গান মানেই নস্টালজিয়া। শ্রীদেবী-ঋষি কাপুরের না-ভোলা রসায়ন, যা রিক্রিয়েট করতে অনেকখানি সফল পূজা-বুম্বাদা। পছন্দের দুই তারকাকে এই গানে নাচতে দেখে অবাক ফ্যানেরা। পূজার কমেন্ট বক্সে উপচে পড়ছে মন্তব্য। একজন লেখেন, ‘কী করে বুম্বাদা এখনও যৌবন ধরে রেখেছে। দেখলে তো ৩০-এর বেশি বয়স মনে হয় না’। অপর একজন লেখেন, ‘শুধু সুইৎজারল্যান্ডের অভাব’। মন্তব্য করা থেকে বিরত থাকলেন না পূজার স্বামী কুণালও। তিনিও এই পোস্টের কমেন্ট বক্সে লাল হৃদয়ের ইমোজি আঁকলেন।

প্রসেনজিৎ-এর সঙ্গে রিল বানানোর সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পূজা। ভিডিয়ো শেয়ার করে তিনি লেখেন, ‘স্বপ্নপূরণ… ধন্যবাদ প্রসেনজিৎ এতটা ধৈর্য্য রাখার জন্য, আর দয়ালু হওয়ার জন্য’। শীঘ্রই অনস্ক্রিনে একসঙ্গে দেখা যাবে এই জোড়িকে। রাজা চন্দর আসন্ন ছবিতে একসঙ্গে কাজ করেছেন প্রসেনজিৎ-পূজা।

চলতি বছরে মুক্তি পেয়েছে প্রসেনজিৎ-শ্রাবন্তীর ‘কাবেরী অন্তর্ধান’। নববর্ষে ‘শেষ পাতা’ নিয়ে হাজির হচ্ছেন বুম্বাদা। অন্যদিকে এপ্রিলের ৭তারিখ মুক্তি পাচ্ছে তাঁর হিন্দি ওয়েব সিরিজ ‘জুবিলি’। এর সঙ্গে দীর্ঘ ১৩ বছর পর বলিউডে ফিরছেন টলিউড তারকা। পরিচালক বিক্রম আদিত্য মোটওয়ানির এই সিরিজে দেখা মিলবে অদিতি রাও হায়দারি, রাম কাপুর, অপরাশক্তি খুরানার মতো অভিনেতাদের। 

 

বন্ধ করুন