৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী পূজা বেদীর মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা ইতিমধ্যেই পা রেখেছেন বলিউডে। শেষ তাঁকে দেখা গিয়েছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সিনেমাতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, মা-বাবার ডিভোর্স নিয়ে কথা বলতে শোনা গেল এই স্টার কিডকে। এমনকী, কীভাবে মা সেজেগুজে বাবার দ্বিতীয় বিয়েতে গিয়েছিলেন, খোলসা করলেন সেটাও।
‘বাবার দ্বিতীয় বিয়েতে গিয়েছিলেন মা’
বলিউড বাবল-কে আলিয়া জানান, ‘আমার বাবা-মা আলাদা পথে যাচ্ছিল ঠিকই, কিন্তু আমি সব সময় দেখতাম, তাঁরা একে অপরের সঙ্গে খুব বন্ধুত্বপূর্ণ। আজ অবধি, তাঁরা একে-অপরের খুব ভালো বন্ধু। আমার মা আমার বাবার দ্বিতীয় বিয়েতেও গিয়েছিলেন। আমি আমার সৎ মায়ের খুব কাছের। আমার সৎ-ভাই, যাকে আমি অর্ধ-ভাই বলে ডাকতেও ঘৃণা করি, কারণ সে আমার ভাই, আমাদের একই বাবা, আলাদা মা আছে। সে আমার হৃদয়ের টুকরো, আমার সন্তানের মতো। আমি এখন আর এমন একটি জীবন কল্পনা করতে পারি না যেখানে আমার বাবা-মা একসঙ্গে ছিলেন।’
আরও পড়ুন: বিবাহিত নায়কের ২য় স্ত্রী হতে হন মুসলিম, বরের সঙ্গে থাকেন না আর, বলুন তো কে এই বলি নায়িকা?
'দুজনেই নিজেদের জীবনে সুখী'
'আমার জন্য, এটা সবসময়ই ইতিবাচক বিষয় যে আমার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়েছে। তাঁরা দুজনেই তাঁদের নিজের জীবনে সুখী… আমি বুঝতে পেরেছিলাম যে আমার মাথায় বিবাহবিচ্ছেদ কখনও খারাপ জিনিস ছিল না, কারণ আমার বাবা-মা তাদের আলাদা হয়ে যাওয়াকে খুব ভালভাবে পরিচালনা করেছিলেন। আমার এক বন্ধু যখন একইরকম কিছুর মধ্য দিয়ে যাচ্ছিল, তখন আমি এটাকে কোনও বড় ব্যাপার ভাবিইনি। আমি ওকে ছিলাম, 'হ্যাঁ, এটা তোমার এবং তোমার পরিবারের জন্য ভালো হবে।' কারণ আমি সাধারণত এভাবেই বিবাহ বিচ্ছেদকে দেখতাম। তার জন্য আমার বাবা-মাকে ধন্যবাদ। তাঁরা কখনই একে অপরের সম্পর্কে খারাপ কথা বলে না।', আরও বলতে শোনা গেল আলিয়াকে।
আরও পড়ুন: ৬ বছরের সহবাস, তারপর বিয়ে! বেলুন সাজানো খাটে মিলনের ১ মাস উদযাপন রাতুল-রূপাঞ্জনার, সঙ্গী রিয়ান
আলিয়া আরও উল্লেখ করেছেন যে তার বাবা-মা সবসময় একে অপরের প্রতি শ্রদ্ধা বজায় রেখেছিলেন এবং কোনও শত্রুতা ছাড়াই একে-অপরের জীবনে আসা নতুন ব্যক্তিকে মেনে নিয়েছে। অভিনেত্রী আরও জানান যে, তাঁর মা ও সৎ মা খুব ভালো বন্ধু।
আরও পড়ুন: ‘এদিকে শ্রীদেবী, ওদিকে যোগিতা…’, মিঠুনের ‘পরকীয়া’-র গুঞ্জনে মুখ খুললেন ‘প্রাক্তন’ মমতা শঙ্কর
পূজা বেদীর বিয়ে ও ডিভোর্স:
পূজা বেদী এবং ফারহান ফার্নিচারওয়ালা ১৯৯৪ সালে গাঁটছড়া বাঁধেন কিন্তু ২০০৩ সালে আলাদা হয়ে যান। পূজা ২০০৩ সাল থেকে মানেক কন্ট্রাক্টরের সঙ্গে রয়েছেন। দুজনের এনগেজমেন্টও হয়ে গিয়েছে।