২০১০ সাল থেকে তাঁদের পথচলা শুরু হয়েছিল এই জুটির। ১৩ বছরে একসঙ্গে আটটি হিট ছবি করে ফেলেছেন তাঁরা। এমনই ম্যাজিক রয়েছে তাঁদের রসায়নে। কথা হচ্ছে সৃজিত-প্রসেনজিৎ জুটির। পুজোয় ‘দশম অবতার’ নিয়ে হাজির তাঁরা। যা দুজনের একসঙ্গে ৯ নম্বর ছবি। পরিচালকের কথায়, এই ছবি দেখার পর প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে টেক্কা দেবে প্রবীর-পোদ্দার জুটি। সেই কেমিস্ট্রির ঝলক ছবির ট্রেলারে স্পষ্ট। লম্বা ব্যাবধানের পর পুজোয় সৃজিত-প্রসেনজিতের ছবি, সঙ্গী জয়া-অনির্বাণ আর যিশু। স্বভাবতই ‘দশম অবতার’ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে।
পাল্লা দিয়ে গত কয়েক ঘন্টায় পুজো রিলিজ ছবির গ্র্যান্ড প্রিমিয়ার ও স্পেশ্যাল স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মহাপঞ্চমীতে শেষ কথা বলবে জনতা জনার্দন। এইবার পুজোর লড়াইয়ে নামছে চারটি বাংলা ছবি। প্রত্যেকটিতেই স্টার-পাওয়ারের অভাব নেই। শেষ মুহূর্তে জল মেপে নিয়ে ব্যস্ত নির্মাতারা, চলছে চুলচেরা বিশ্লেষণ। অগ্রিম বুকিংয়ের হাল কেমন তা নিয়ে বিস্তর আলোচনা। সেই লড়াইয়ে দেব-মিমি-আবির-কোয়েলকে টেক্কা দিয়ে এগিয়ে রয়েছেন প্রসেনজিৎ-সৃজিত জুটি।
জানা যাচ্ছে, ছবির ত্রিশ হাজার আগাম টিকিট বিক্রি হয়ে গিয়েছে, তা নিঃসন্দেহে বড় প্রাপ্তি বাংলা ইন্ডাস্ট্রির জন্য। টলি বাংলা বক্স অফিসের টুইট থেকে জানা যাচ্ছে, এই মুহূর্তে রাজ্যে হাউসফুল শো-এর সংখ্য়া সবচেয়ে বেশি দশম অবতারের। এই ছবির ৩৭টি শো প্রায় ভর্তি বৃহস্পতিবারের জন্য, সে জায়গায় বাঘা যতীন-এর ১৬টি শো প্রায় ভর্তি। রক্তবীজের ঝুলি খালি, অন্যদিকে ‘মিতিন মাসি’ কোয়েলের মাত্র ৩টো শো প্রায় হাউসফুল।
এর আগ ছবির প্রযোজক মহেন্দ্র সোনি টুইট বার্তায় জানান, পুজোর ছবির মোট অ্যাডভান্স বুকিং-এর ৬০% দশম অবতারের। ‘এক্সিট পোল খুব সম্ভাবনাময়’ জানালেন প্রযোজক।
২২শে শ্রাবণের প্রিকুয়েল দশম অবতার। ছবির গানগুলো ফিরছে দর্শকদের মুখে মুখে। ছবির প্রচারে এক ইঞ্চি জমি ছাড়তে না-রাজ প্রসেনজিৎ-অনিবার্ণরা। এদিন গোটা টিম হাজির ছিলেন সুরুচি সংঘের পুজো মণ্ডপে। এরপর বাইক ব়্যালিতে যোগ দেন প্রসেনজিৎ-অনির্বাণ।
‘বাঘা যতীন’ নিয়ে আশাবাদী দেব। এই নিয়ে কেরিয়ারে দ্বিতীয়বার জীবনীচিত্রে তারকা সাংসদ। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হয়ে উঠতে কম কাঠখড় পোড়াননি অভিনেতা। অন্যদিকে অরিন্দম শীলের পরিচালনায় দ্বিতীয়বার মিতিন মাসি হয়ে ধরা দেবেন কোয়েল। খাগড়াগড় বিস্ফোরণের মতো সংবেদনশীল ঘটনা নিয়ে ‘রক্তবীজ’ তৈরি করেছেন শিবপ্রসাদ-নন্দিতা জুটি। বক্স অফিসের লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন? উত্তর পেতে অপেক্ষা আর কয়েকটা দিনের।