বাংলা নিউজ > বায়োস্কোপ > Amritpal Chotu : কাজ করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গেও, প্রয়াত অভিনেতা অমৃতলাল ছোটু

Amritpal Chotu : কাজ করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গেও, প্রয়াত অভিনেতা অমৃতলাল ছোটু

অমৃতলাল ছোটু

PFTAA পাঞ্জাবি ফিল্ম অ্যান্ড টিভি অ্যাক্টরস অ্যাসোসিয়েশন-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। লেখা হয়েছে, PFTAA পাঞ্জাবি ফিল্ম অ্যান্ড টিভি অ্যাক্টরস অ্যাসোসিয়েশন লিখেছেন, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে অভিনেতা অমৃতপাল ছোটু আর নেই।’

অভিনয় দুনিয়ায় ফের একটি খারাপ খবর। প্রয়াত জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা অমৃতপাল ছোটু। মূলত কৌতুক অভিনেতা হিসাবেই জনপ্রিয় ছিলেন অমৃতপাল ছোটু। 'সর্দারজি', 'সর্দারজি-২' সহ একাধিক পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে শুধু পাঞ্জাবি ছবিতে নয়, বলিউডেও একাধিক ছবিতে কৌতুক অভিনেতা হিসাবে দেখা গিয়েছে অমৃতলালকে। ‘ভগবন্ত মান’, ‘জাসবিন্দর ভাল্লা’ এবং ‘বিএন শর্মা’র সঙ্গে বহু কমেডি সিরিজেও কাজ করেছেন তিনি। কাজ করেছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবেও। অভিনয় করেছেন বিগ বি অমিতাভ বচ্চনের সঙ্গেও।

অমৃতপাল ছোটুর মৃত্যুর তথ্য PFTAA পাঞ্জাবি ফিল্ম অ্যান্ড টিভি অ্যাক্টরস অ্যাসোসিয়েশন-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। লেখা হয়েছে, PFTAA পাঞ্জাবি ফিল্ম অ্যান্ড টিভি অ্যাক্টরস অ্যাসোসিয়েশন লিখেছেন, ‘আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে অভিনেতা অমৃতপাল ছোটু আর নেই।’  এই পোস্টের নিচে তাঁর বহু অনুরাগীই শোক প্রকাশ করেছেন, অমৃতলাল ছোটু আত্মার শান্তি কামনা করেছেন।

শুক্রবার দুপুর ১২ থেকে ১টার মধ্যে চণ্ডীগড় অমৃতপাল ছোটু অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় বলে জানানো হয়েছে। তবে ঠিক কী কারণে অমৃতলালের মৃত্যু হয় তা জানা যায়নি। কৌতুকশিল্পী ও অভিনেতা অমৃতলাল ছোটুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা। 

বিস্তারিত আসছি…

বন্ধ করুন