বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন পঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ‘২০২৫ সালের দারুণ শুরু। প্রধানমন্ত্রী @narendramodi জির সঙ্গে একটি অত্যন্ত স্মরণীয় বৈঠক। আমরা অবশ্যই মিউজিকসহ অনেক বিষয় নিয়ে কথা বলেছি।’, নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে লেখেন দিলজিৎ।
আর মোদীর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে লেখা হয়, ‘দিলজিৎ দোসাঞ্জের সঙ্গে দারুণ কথোপকথন! তিনি সত্যিই বহুমুখী প্রতিভা এবং ঐতিহ্যের মিশ্রণ। আমরা সংগীত, সংস্কৃতি এবং আরও অনেক কিছুতে সংযুক্ত হয়েছি একে অপরের সঙ্গে।’
আরও পড়ুন: ২০২৫-র প্রথম দিনেও আল্লুর দাদাগিরি বক্স অফিসে, কোনোরকমে টিকে বেবি জন, কার আয় কত?
মঙ্গলবার লুধিয়ানায় 'দিল-লুমিনাতি ইন্ডিয়া ট্যুর' শেষ করেছেন দিলজিৎ। নববর্ষের প্রাক্কালে পাঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠানের মাধ্যমে ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া দেশব্যাপী দুই মাসের দেশব্যাপী যাত্রার সমাপ্তি ঘটল।
আরও পড়ুন: এটা কার্তিক আরিয়ান, নাকি কোনও ‘হামসকল’! ২০২৫-এর প্রথম দিনে দাড়িওয়ালা লুকে চমকাল সকলে
দিলজিৎ তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে লুধিয়ানা কনসার্টের একাধিক ভিডিও শেয়ার করেছেন। ‘শুভ নববর্ষের শুভেচ্ছা। এটা আমার শহর লুধিয়ানা। দিল-লুমিনাতি ট্যুরের গ্র্যান্ড ফিনালে এর চেয়ে বড় হতে পারত না’, তিনি একটি ক্লিপের ক্যাপশন দিয়েছিলেন। যেখানে দেখা গিয়েছিল থিকথিক করছে ভিড়। ভিডিওতে বলা হয়েছে, 'দিল-লুমিনাতি ইন্ডিয়া ট্যুর' ছিল ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় সফর।
কনসার্ট চলাকালীন, গায়ক প্রবীণ পাঞ্জাবি গায়ক এবং রাজনীতিবিদ মুহাম্মদ সাদিককে আমন্ত্রণ জানিয়েছিলেন, যাকে তিনি ‘Real OG’ হিসাবে বর্ণনা করেছিলেন এবং তার সাথে কিংবদন্তির জনপ্রিয় গান ‘মালকি কিমা’ গান।
আরও পড়ুন: ‘এত নেগেটিভিটি…’, কেন দীপঙ্করকে বিয়ের খবর ১ বছর লুকোলেন অহনা! মাকে জানিয়েছিলেন, জবাব ‘মিশকা’র
গত ৩০ ডিসেম্বর গুয়াহাটিতে নিজের কনসার্ট প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে উৎসর্গ করেন দিলজিৎ দোসাঞ্জ। গায়ক-অভিনেতা ইনস্টাগ্রামে রবিবারের কনসার্ট থেকে একটি ভিডিয়ো শেয়ার করেন। ‘আজকের কনসার্টটি ডঃ মনমোহন সিংজিকে উৎসর্গ করা হয়েছে। দিল-লুমিনাতি ট্যুর ইয়ার ২৪’, ক্যাপশনে লিখেছিলেন তিনি।
ক্লিপে দোসাঞ্জ স্মরণ করিয়ে দিয়েছিলেন যে, মনমোহন কীভাবে কারও সম্পর্কে খারাপ কথা বলতেন না, এমনকি যদি কেউ তার প্রতি এমনটি করত, তাহলেও না। ‘তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। আমি যদি তার জীবনের যাত্রাপথের দিকে তাকাই, এটি এত সহজ ছিল। কেউ তার সম্পর্কে খারাপ কথা বললেও তিনি কখনো উলটো জবাব দিতেন না। রাজনীতিতে এটি এড়ানো সবচেয়ে কঠিন জিনিস’
(পিটিআই ইনপুট সহ)