বাংলা নিউজ > বায়োস্কোপ > Daljeet kaur: এক বছর ধরে ছিলেন কোমায়, প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী দলজিৎ কৌর!

Daljeet kaur: এক বছর ধরে ছিলেন কোমায়, প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী দলজিৎ কৌর!

প্রয়াত দলজিৎ কৌর

Daljeet kaur Passed away: প্রয়াত জনপ্রিয় পঞ্জাবি অভিনেত্রী দলজিৎ কৌর। ব্রেন টিউমার আক্রান্ত হওয়ার পর গত এক বছর ধরে কোমায় ছিলেন অভিনেত্রী। 

খারাপ খবর পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী দলজিৎ কৌর খানগুরা (Daljeet Kaur Khangura)। বৃহস্পতিবার লুধিয়ানার কসবা সুন্ধর বাজারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৬৯ বছর বয়সী অভিনেত্রী। দীর্ঘদিন ধরেই মানসিক সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। এরপর তিন বছর আগে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। শেষ এক বছর কোমায় ছিলেন অভিনেত্রী, জানিয়েছেন তাঁর তুতো বোন হরিন্দর সিং খানগুরা। প্রায় ৭০টি পঞ্জাবি এবং ১০টি হিন্দি ছবিতে অভিনয় করেছেন দলজিৎ। 

বৃহস্পতিবার লুধিয়ানাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। ছাত্রজীবন থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। লেডি শ্রী রাম কলেজ থেকে স্নাতক পাশ করবার পর এফটিআইআই (পুণে) থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছিলেন দলজিৎ। ফিল্ম স্টাডিজের পড়া শেষ করে অভিনয়ের দুনিয়ায় পা রাখেন তিনি। সালটা ১৯৭৬। তাঁর প্রথম ছবি ছিল ‘দাজ’। 

শুধু অভিনয় নয়, খেলাধূলার প্রতিও ঝোঁক ছিল এই পঞ্জাবি নায়িকার। সেই সময় জাতীয় স্তরে কবাডি ও হকি খেলেছেন দলজিৎ। প্রতিনিধিত্ব করেছেন পঞ্জাবের। ‘পুত জাঠান দে’, ‘মামলা গড়বড় হ্যায়’, ‘কি বানু দুনিয়া দা’, ‘সরপঞ্চ’,'পাটোলা'র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শক আজও ভুলতে পারেনি। ২০১৩ সালে ‘সিং ভার্সে কৌর’ ছবিতে গিপ্পি গেরেওয়ালের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। 

সড়ক দুর্ঘটনায় স্বামী হরমিন্দর সিং দেওলের মৃত্যুর পর থেকেই নিজেকে গুটিয়ে নেন দলজিৎ, এরপর মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। চলছিল চিকিৎসাও। তবে বছর তিনেক আগে ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন দলজিৎ। তাঁর প্রয়াণে শোকের ছায়া পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। শোক প্রকাশ করেছেন মিক সিং-সহ বহু বিশিষ্টজন। 

 

বন্ধ করুন