বাংলা নিউজ > বায়োস্কোপ > টেম্পোর ধাক্কায় গুরুতর আহত পঞ্জাবি গায়ক, 'ভাই'কে নিয়ে চিন্তায় হানি সিং

টেম্পোর ধাক্কায় গুরুতর আহত পঞ্জাবি গায়ক, 'ভাই'কে নিয়ে চিন্তায় হানি সিং

সহকর্মীকে নিয়ে চিন্তিত হানি।

শনিবার তিন বন্ধুর সঙ্গে একটি ধাবায় খেতে গিয়েছিলেন আলফাজ। সেখানেই ধাবা মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরই এক প্রাক্তন কর্মী।

পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার অকাল মৃত্যুর স্মৃতি এখনও ভোলেনি দেশ। তার কয়েক মাসের মধ্যেই আরও এক দুঃসংবাদ। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে শয্যাশায়ী পঞ্জাবের গায়ক অমনজ্যোৎ সিং পানওয়ার ওরফে আলফাজ সিং।

শনিবার রাতে একটি টেম্পোর ধাক্কায় গুরুতর ভাবে আহত আলফাজ। এর পরেই তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দুর্ঘটনাটির কথা সকলকে জানিয়েছেন জনপ্রিয় গায়ক ইয়ো ইয়ো হানি সিং।

শনিবার তিন বন্ধুর সঙ্গে একটি ধাবায় খেতে গিয়েছিলেন আলফাজ। সেখানেই ধাবা মালিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরই এক প্রাক্তন কর্মী। মূলত আর্থিক লেনদেনকে কেন্দ্র করেই বিতণ্ডার সূত্রপাত। জানা গিয়েছে, ধাবা থেকে বেরিয়ে যাওয়ার আগে তাঁদের ঝামেলা মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন আলফাজ।

এর পরেই ভিকি নামে সেই তাঁর মালিকের একটি টেম্পো নিয়ে পালতে যায়। আর তখনই সেই টেম্পোটি গিয়ে ধাক্কা মারে আলফাজকে। ঘটনাস্থল থেকে ভিকি পালিয়ে গেলেও রবিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে তাঁর বিরুদ্ধে।

আপাতত হাসপাতালে চিকিৎসা চলছে আলফাজের। গায়কের দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁর সহকর্মী এবং অনুরাগীরা।

বন্ধ করুন