শঙ্কর মহাদেবনের বাড়ির গণেশ পুজোয় যেন চাঁদের হাট বসেছিল। কেবল চাঁদের হাট নয়, সেখানে রীতিমত সুরের ঝর্না বইল। গান, বাদ্যযন্ত্র বাজিয়ে সুরে সুরেই উদযাপিত হল বাপ্পার পুজো। সেটারই ঝলক এদিন সেতার বাদক পূর্বায়ন চট্টোপাধ্যায় প্রকাশ্যে আনলেন।
আরও পড়ুন: 'খুব চোখে লাগছে…' আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা - সৃজিত
কী পোস্ট করলেন পূর্বায়ন?
পূর্বায়ন চট্টোপাধ্যায় এদিন যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে তিনি শঙ্কর মহাদেবনের বাড়ির গণেশ পুজোয় সেতার বাজাচ্ছেন। অন্যদিকে গান ধরেছেন শঙ্কর মহাদেবন নিজেই। তাঁদের দুজনকে সঙ্গত দিচ্ছেন শিবমণি, প্রমুখ। আর দর্শকাশনে বসে আছেন খোদ সচিন তেন্ডুলকর। তবে পাশেই রয়েছেন তাঁর স্ত্রী অঞ্জলি।
এই ভিডিয়ো পোস্ট করে এদিন পূর্বায়ন চট্টোপাধ্যায় লেখেন, 'শঙ্কর জির বাড়ির গান বাজনার অল্প ঝলক। ভীষণ ভালো লাগল শঙ্কর মহাদেবন, শিবমণি, প্রমুখের সঙ্গে পারফর্ম করে। আর এর থেকে ভালো কী হতে পারত যে এমন একদিনে আমাদের পারফরমেন্সের সাক্ষী থাকলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।'
অনেকেই এই ভিডিয়ো শেয়ার করেছেন। মন্তব্য করেছেন আরও বহু মানুষ। তাঁরা সকলেই জানিয়েছেন তাঁদের এই ভিডিয়ো ভালো লেগেছে। কেউ আবার গোটা পারফরমেন্সের ভিডিয়ো চেয়েছেন।
আরও পড়ুন: মৌলবাদের বিরুদ্ধে বারবার গর্জে শাহরিয়ার কবিরের নামেই গণহত্যার অভিযোগ! গ্রেফতার বাংলাদেশি লেখক