মাসখানেক কেটে গিয়েছে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি মুক্তি পাওয়ার পর। আর এখনও রেকর্ড ভাঙা গড়ার খেলায় সামিল আল্লু অর্জুনের ছবি। এবার বাহুবলী ২ ছবিটির রেকর্ড ভাঙল পুষ্পা ২। মোট আয় কত?
কত আয় করল পুষ্পা ২?
৩২ দিনের মধ্যে বিশ্বজুড়ে বক্স অফিসে আল্লু অর্জুন অভিনীত পুষ্পা ২ ১৮৩১ কোটি টাকা আয় করে ফেলেছে। অন্যদিকে ভারতে সেই আয়ের পরিমাণ ১৪৩৮ কোটি টাকা। আর এটার হাত ধরেই আল্লু, রশ্মিকা এবং ফাহাদের ছবি টপকে গেল এসএস রাজামৌলির বাহুবলী ২-কে। এতদিন পর্যন্ত এই ছবিটি ভারতের সর্বোচ্চ আয় করা ছবি ছিল।
পুষ্পা টিমের তরফে এদিন এক্স হ্যান্ডেল অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে লেখা হয় যে এই ছবিটি বিশ্বজুড়ে বক্স অফিসে ১৮৩১ কোটি টাকা আয় করেছে ৩২ দিনে। লেখা হয়, 'পুষ্পা ২ দ্য রুল এখন ভারতীয় সিনেমার ইন্ডাস্ট্রি হিট। ভারতীয় কোনও ছবির মধ্যে সর্বোচ্চ আয় এখন এই ছবিটির। ৩২ দিনেই বিশ্বজুড়ে এই ছবি ১৮৩১ কোটি টাকা আয় করে ফেলেছে।'
এই বিষয়ে বলে রাখা ভালো পুষ্পা ২ এই জায়গাটা দখল করার আগে গত ৮ বছর ধরে এই জায়গা ধরে রেখেছিল প্রভাস, রানা দাগ্গুবাটি, অনুষ্কা শেট্টি অভিনীত বাহুবলী ২।
সচনিল্কের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে পুষ্পা ২ ৩২ দিনে ভারতে ১৪৩৮ কোটি টাকা আয় করেছে। অন্যদিকে বাহুবলী ২ এর আয় চুক ১৪১৬.৯ কোটি টাকা। সেই ছবিটি বিশ্বজুড়ে ১৮১০ কোটি টাকা আয় করেছিল।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, আমির খান অভিনীত দঙ্গল ছবিটি ভারতে মাত্র ৫৩৫ কোটি টাকা আয় করলেও, বিশ্বজুড়ে সেই ছবি ২০০০ কোটি টাকার ব্যবসা করেছিল। এখন এটাই দেখার পালা যে পুষ্পা ২ সেই রেকর্ড ভাঙতে পারে কিনা।
পুষ্পা ২ প্রসঙ্গে
পুষ্পা ২ ছবিটি ৫ ডিসেম্বর বক্স অফিসে মুক্তি পেয়েছিল। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল। সুকুমার ছবিটির গল্প লিখেছেন এবং পরিচালনা করেছেন।