Pushpa 2 The Rule box office collection day 11: পুষ্পা ২: দ্য রুল-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের গ্রেফতারি নিয়ে যে নাটকীয় মোড় তৈরি হয়েছিল, তা যেন সিনেমার পালে আরও হাওয়া লাগিয়েছে। পুষ্পাjজের সোয়্যাগ লা জবাব। ছবির মোট সংগ্রহ এখন ৯০০ কোটি টাকার কাছাকাছি।
পুষ্পা ২-এর কালেকশন
Sacnilk.com মতে, রশ্মিকা মন্দানা ও ফাহাদ ফাসিল অভিনীত এই ছবিটি ১১ দিনে মোট ৮৯৭ কোটি টাকা আয় করেছে। ১১তম দিনে অর্থাৎ দ্বিতীয় রবিবারে ভারতে ৭২.১৫ কোটি টাকার ব্যবসা করেছে। আর সেটা জুড়েই মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৮৯৭.৬৫ কোটি টাকা।
ব্যবসার দিক থেকে, ছবিটি ১১তম দিনে সামান্য লাফ দিয়েছে। নবম দিনে, যা বক্স অফিসে পুষ্পা ২-র দ্বিতীয় শুক্রবার ছিল, ৩৬.৪ কোটি টাকা আয় করেছিল এবং দশম দিনে ব্যবসা ছিল প্রায় ৬৩.৩ কোটি টাকা।
আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি তবলাবাদক উস্তাদ জাকির হুসেন, মৃত্যুর খবর নিশ্চিত করল পরিবার
রবিবার, পুষ্পা: দ্য রুল - পার্ট ২ সামগ্রিকভাবে ৫৯.৮৮ শতাংশ তেলুগু বাজার দখল করেছিল। ছবিটি হিন্দিতে সামগ্রিকভাবে ৬৩.৮৮ শতাংশ, তামিল ভাষায় ৪২.৩৮ শতাংশ এবং কন্নড় ভাষায় ৩৭.৫৪% বাজার দখলে রাখে।
আরও পড়ুন: রূপকথার মতো সুন্দর! বরকে ঠোঁটঠাসা চুমু, হোয়াইট ওয়েডিংয়ের ছবি দিলেন কীর্তি সুরেশ, কে পাত্র
২০২১ সালের হিট 'পুষ্পা: দ্য রাইজ'-এর সিক্যুয়েল 'পুষ্পা ২: দ্য রুল'। সিক্যুয়েলে তাকে গ্যাংস্টার পুষ্পরাজের চরিত্রে ফিরে আসতে দেখা যায়। রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিলও প্রথম অংশ থেকেই এই প্রোজেক্টের অংশ। পুষ্পা ২ পরিচালনা করেছেন সুকুমার।
আল্লুর রবিবারের বিবৃতি:
এদিকে, প্রিমিয়ারের দিন এক মহিলার পদপিষ্ঠ হওয়া নিয়ে রবিবার রাতে একটি অনলাইনে বিবৃতি শেয়ার করে নেন আল্লু। যেখানে লেখা ছিল, ‘আমি তরুণ শ্রী তেজকে নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যে দুর্ভাগ্যজনক ঘটনার পরে এখনও চিকিৎসকদের অধীনে রয়েছে।’ (পদপিষ্ঠ হওয়া ওই মহিলার সঙ্গে, আহত হয়েছিলেন তাঁর ছেলেও।)
অভিনেতা আরও লেখেন যে, তিনি সেই ৯ বছরের বালকের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন। ‘চলমান আইনি প্রক্রিয়ার কারণে, আমাকে এই সময়ে তার এবং তার পরিবারের সঙ্গে দেখা না করার পরামর্শ দেওয়া হয়েছে। আমার প্রার্থনা তাদের সঙ্গে রয়েছে এবং আমি চিকিৎসা এবং পরিবারের অন্যান্য প্রয়োজনগুলি মেটানোর সমস্ত দায়িত্ব নিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।’
আল্লু আরও লেখেন, 'আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব তার ও তার পরিবারের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।