Pushpa 2 The Rule box office collection day 5: বক্স অফিসে ‘পুষ্পা ২’ জ্বর কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। একটা বিশাল উদ্বোধনী সপ্তাহান্তের পরে, আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিল অভিনীত ছবিটি সপ্তাহের কাজের দিনেও দারুণ ব্যবসা ধরে রাখতে সক্ষম।
পুষ্পা ২ দ্য রুল বক্স অফিস আপডেট
Sacnilk.com সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে যে, ‘পুষ্পা ২: দ্য রুল’ বক্স অফিসে ৫৯০ কোটি টাকা ছাড়িয়েছে। মঙ্গলবারের মধ্যে ছবিটি ৬০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।
সোমবার ভারতে 'পুষ্পা ২' আয় করেছে ৬৫.১ কোটি টাকা। শুক্রবার ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার ১১৯.২৫ কোটি টাকা আয় করে ছবিটি। রবিবার পুষ্পা ২ দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং ১৪১.০৫ কোটি টাকা সংগ্রহ করে। সোমবারের সংগ্রহ নিয়ে এখন পুষ্পা ২-র আয় ৫ দিনে ৫৯৪.১ কোটি টাকা। আল্লু অর্জুনের ছবিটি ৫ ডিসেম্বর দেশব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।
ছবিতে আল্লু অর্জুনকে পুষ্পা রাজের ভূমিকায় দেখা যায়, যিনি এখন লাল চন্দন চোরা চালান সিন্ডিকেটের নেতা হয়ে উঠেছেন। তিনি শ্রীবল্লীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, আর এই চরিত্রে রয়েছেন রশ্মিকা মন্দনা। এখনও ফাহাদ অভিনীত চরিত্রটিকে দেখা গিয়ছে পুলিশ অফিসার ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রে। 'পুষ্পা থ্রি: দ্য র ্যাম্পেজ'-সূত্র ধরিয়ে দিয়ে সিনেমাটি শেষ করা হয়েছে।
‘পুষ্পা ২: দ্য রুল’ একই দিনে দুটি ভাষায় (তেলেগু ও হিন্দি) ৫০ কোটি টাকার বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে।
আল্লু অর্জুন ছবিটির সাফল্যে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কৃতজ্ঞতা জানাতে তাঁর ইনস্টাগ্রামে গিয়েছিলেন। ছবির একটি স্থিরচিত্র শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, 'গঙ্গাম্মা থাল্লি আশীর্বাদ'।