বক্স অফিসের আসল রাজা তিনিই! ফের প্রমাণ করে দিলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। অতিমারী জর্জরিত ভারতীয় বক্স অফিসকে টেনে তুলেছিল পুষ্পা-দ্য় রাইজ। আর সেই ছবির সিকুয়েলে এখন আক্রান্ত গোটা দেশ। সুকুমার পরিচালিত পুষ্পা ২ দ্য রুল ভারতীয় বক্স অফিসে মাত্র ৭ দিনে অর্থাৎ প্রথম সপ্তাহে ৭০০ কোটির দোরগোড়ায় পৌঁছে গেল। বুধবার পর্যন্ত ছবির আয়ের অঙ্ক ৬৮৭ কোটি টাকা! যার মধ্যে ছবির হিন্দি ভার্সনই আয় করেছে ৩৯৮ কোটি। আরও পড়ুন-আল্লুর সামনে ফিকে শাহরুখ! প্রথম সপ্তাহেই গোটা বিশ্বে ৮০০ কোটি পার পুষ্পা ২, রবিবারে আয় কত?
সপ্তম দিনে পুষ্পা ২: দ্য রুল বক্স অফিস কালেকশন
পুষ্পা ২ বুধবার দেশজুড়ে ৪২ কোটি টাকা সংগ্রহ করেছে, যার ফলে ছবির মোট ৬৮৭ কোটি টাকায় পৌঁছেছে। এই ৪২ কোটির সিকিভাগই এসেছে হিন্দিবলয় থেকে (৩০ কোটি)। অর্থাৎ দক্ষিণের এই ছবি মূলত ঝড় তুলেছে উত্তর ভারতে। যার জেরে বলিউডের কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ। প্রথম সপ্তাহে আয়ের নিরিখে শাহরুখের পাঠানকে হারিয়ে দিল এই ছবি। এখনও পর্যন্ত প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি পুষ্পা ২-এর হিন্দি ভার্সন। শাহরুখের পাঠান, জওয়ান এবং রণবীরের অ্যানিম্যালের মতো ছবিকে হারিয়ে দিলেন আল্লু।
বক্স অফিসে পুষ্পা ২ দ্য রুলের এখনও পর্যন্ত আয়
Sacnilk.com-এর রিপোর্ট অনুসারে পুষ্পা ২ গত ৪ঠা ডিসেম্বর পেইড প্রিমিয়ারে ১০.৬৫ কোটি টাকা আয় করেছিল। এরপর মুক্তির প্রথম দিনে ১৬৪.২৫ কোটি, শুক্রবার ৯৩.৮ কোটি টাকা এবং শনিবার ১১৯.২৫ কোটি টাকা আয়ে করেছিল।রবিবার, চতুর্থ দিনে দেশে ১৪১.৫০ কোটি টাকা আয় করেছে এই ছবি। প্রথম সোমবার ছবির সংগ্রহ ৫৪% হ্রাস পেয়ে ৬৪.৪৫ কোটিতে নামে। এরপর মঙ্গল ও বুধে যথাক্রমে ৫১ এবং ৪২ কোটি টাকা আয় করল এই ছবি। যা অনেক ব্লকবাস্টার ছবির প্রথমদিনের আয়ের চেয়েও বেশি।
ওদিকে এই ছবির মুক্তির ৬ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১০০০ কোটির মাইলস্টোন পার করে ফেলেছে। সবচেয়ে দ্রুত ১০০০ কোটির গণ্ডি ছোঁয়া ভারতীয় ছবি পুষ্পা ২।
'পুষ্পা ২: দ্য রুল'-এর প্রশংসায় পঞ্চমুখ ভেঙ্কটেশ
মুক্তি পাওয়ার পর থেকে অসংখ্য সেলিব্রিটি টিমকে শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা এটি দেখেছেন তারা এর প্রশংসা করেছেন। বুধবার ভেঙ্কটেশ এ ছবির প্রশংসা করে লিখেছেন, ‘একটি বজ্রধ্বনি এবং অবিস্মরণীয় পারফরম্যান্স আল্লু। পর্দায় তোমার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না। দেশজুড়ে সবাই সিনেমাটি উদযাপন করছে দেখে খুব খুশি! রশ্মিকা তুমি অসাধারণ ছিলে। সুকুমার-সহ গোটা টিমকে শুভেচ্ছা’।
অর্জুন তাঁর পোস্টের উত্তরে লেখেন, ‘স্যারর ধন্যবাদ স্যারর এটা আপনার কাছ থেকে খুব বড় পাওয়া’।
পুষ্পা ২: দ্য রুল ২০২১ সালের ছবি পুষ্পা: দ্য রাইজ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে। অর্জুনের পুষ্পা রাজ এখন একটি লাল চন্দন কাঠ চোরাচালান সিন্ডিকেটের প্রধান, রশ্মিকার শ্রীবল্লী এখন তার স্ত্রী।
ছবিতে ফাহাদ ফাসিলের দেখা মিলেছে পুলিশ অফিসার ভানওয়ার সিং শেকাওয়াতের চরিত্রে। পুষ্পার সম্রাজ্যের পতনই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য়। ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে, তবে এটি বক্স অফিসে অশ্বমেধ ঘোড়ার মতো ছুটে চলেছে এই ছবি। যার শেষ কোথায় এখনই জানা নেই। দেশের বক্স অফিসে সর্বকালের সেরা আয় করা ছবির দৌড়ে দুর্বার গতিতে এগোচ্ছে পুষ্পা ২।