মাত্র এক সপ্তাহ আগেই মুক্তি পেয়েছে পুষ্পা ২। আর প্রথম থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ছবিটি। বুঝিয়ে দিচ্ছে দর্শকরা ঠিক কতটা অপেক্ষা করেছিল এই সিক্যুয়েলের জন্য। মাত্র ৮ দিনেই বক্স অফিসে প্রায় ৭৩০ কোটি টাকার দোরগোড়ায় পৌঁছে গিয়েছে আল্লু অর্জুন অভিনীত এই ছবিটি। কত আয় করল দ্বিতীয় বৃহস্পতিবার?
আরও পড়ুন: থাই-স্লিট প্যান্টে আগুন ঝরানো নাচ শামির প্রাক্তন স্ত্রীর! শীতের রাতেও উষ্ণতা ছড়ালেন হাসিন
পুষ্পা ২ ছবিটির বক্স অফিস কালেকশন
মুক্তির পর দ্বিতীয় বৃহস্পতিবার বক্স অফিসে পুষ্পা ২ ছবিটি ৩৭ কোটি ৯০ লাখ টাকা আয় করেছে, এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে। ফলে অষ্টম দিনের আয়ের পর বর্তমানে আল্লু অর্জুন অভিনীত ছবিটির আয় দাঁড়িয়ে আছে ৭২৬ কোটি ২৫ লাখ টাকায়। এর মধ্যে ২৪১ কোটি ৯০ লাখ টাকা উঠেছে তেলুগু ভার্সন থেকে, হিন্দির কালেকশনে আছে ৪২৬ কোটি ৬০ লাখ টাকা। তামিল এবং মালায়লাম ভার্সনে যথাক্রমে এটি ৪১ কোটি এবং ১২ কোটি ৪০ লাখ টাকা আয় করেছে। ৫ কোটি ৩৫ লাখ টাকা উঠেছে কন্নড় ভাষা থেকে।
পুষ্পা ২ ছবিটি যেদিন মুক্তি পায় অর্থাৎ ৫ ডিসেম্বর, সেদিন এটি বক্স অফিসে ১৬৪ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। শুক্রবার সেই আয়ের পরিমাণ কমে হয় ৯৩ কোটি ৮০ লাখ টাকা। শনি রবিবার ফের কিছুটা আয় বাড়ে, হয় ১১৯ কোটি ২৫ লাখ এবং ১৪১ কোটি ৫ লাখ টাকা।
এরপর সোমবার আসতে বেশ অনেকটাই কমে যায় আয়ের পরিমাণ, যদিও দাপট বহাল থাকে বক্স অফিসে। সোমবার আল্লু অর্জুন অভিনীত ছবিটি বক্স অফিসে ৬৪ কোটি ৪৫ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবার ঘরে তোলে ৫১ কোটি ৫৫ লাখ টাকা। বুধবার সেটা কমে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৩৫ লাখ টাকায়। আর অবশেষে দ্বিতীয় বৃহস্পতিবার ছবির খাতায় যোগ হয়েছে আরও ৩৭ কোটি ৯০ লাখ টাকা।
পুষ্পা ২ ছবিটি প্রসঙ্গে
পুষ্পা ২ ছবিটি পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ভাগ। সুকুমার পরিচালিত ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা, ফাহাদ ফাসিল। এটি একাধিক ভারতীয় ভাষায় মুক্তি পেয়েছে, যেমন তামিল, তেলুগু কন্নড়, মালায়লাম, বাংলা, হিন্দি। বিশ্বজুড়ে ইতিমধ্যেই আল্লু অর্জুনের ছবিটি ১০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।