Pushpa 2 box office collection Day 1: সুকুমার-আল্লু অর্জুনের 'পুষ্পা ২: দ্য রুল' বক্স অফিসে মুক্তি পাওয়া সবচেয়ে বড় ভারতীয় ছবি। ছবিটি রাজামৌলির মহাকাব্যিক আরআরআরকে সিংহাসনচ্যুত করে বক্স অফিসের নতুন রানী হয়ে উঠেছে।
রাত ১০টায় Box Office রিপোর্ট
Sacnilk.com জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সব ভাষার মুক্তির প্রথম দিনেই প্রায় ১৬০ কোটি টাকা সংগ্রহ করে ফেলেছে ছবিটি। এ সবই সপ্তাহের প্রথম দিনের জন্য। এটি আরআরআর-কে বিশাল ব্যবধানে পরাজিত করেছে। রাম চরণ, জুনিয়র এনটিআর সিনেমাটি প্রথম দিনে ১৩৩ কোটি টাকা আয় করেছে। মনে করা হচ্ছে, সমস্ত ভাষায় পুষ্পা ২-এর আয় শুক্রবার ২০০ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে।
বুকমাইশো-এর সিনেমার সিওও আশিস সাকসেনা জানিয়েছেন, ‘পুষ্পা ২: দ্য রুল আনুষ্ঠানিকভাবে ইতিহাস নতুন করে লিখেছে, অগ্রিম বিক্রিতে ৩০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে। এই ব্লকবাস্টারকে ঘিরে উন্মাদনা স্পষ্ট। এটি কেবল পুষ্পা ২: দ্য রুলের জন্য একটি রেকর্ড-ব্রেকিং মাইলফলক নয়, বরং ভারতীয় সিনেমার জন্য একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।’
আরও পড়ুন: আল্লু অর্জুনকে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যু,মামলা দায়ের অভিনেতার নামে
কত আয় করতে পারে পুষ্পা ২ ১ম দিনে?
ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় ওপেনার হল আরআরআর, যা প্রথম দিনে ২২৩ কোটি টাকা আয় করেছিল। তারপরে রয়েছে বাহুবলী (২১৭ কোটি টাকা) এবং কল্কি ২৮৯৮ এডি (১৭৫ কোটি টাকা)। বেশ কয়েকটি বাণিজ্য পণ্ডিত পুষ্পা ২-এর জন্য ২৫০ কোটি টাকার উপরে অঙ্ক উদ্ধৃত করছেন।
সুকুমার পরিচালিত এবং মিথ্রি মুভি মেকার্স এবং মুত্তামশেট্টি মিডিয়া প্রযোজিত এই ছবিতে অল্লু অর্জুন, রশ্মিকা মন্দানা এবং ফাহাদ ফাসিলকে পুষ্পা রাজ, শ্রীবল্লী এবং ভানওয়ার সিং শেখাওয়াতের ভূমিকায় দেখা যাবে। প্রসঙ্গত, পুষ্পার প্রথম কিস্তিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান ছবির প্রধান চরিত্র আল্লু অর্জুন।
সুকুমার পরিচালিত 'পুষ্পা'র প্রথম কিস্তি পুষ্পা দ্য রাইজে লাল চন্দন কাঠ পাচারের পটভূমিতে ক্ষমতার লড়াই দেখানো হয়েছিল।